ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন ও উত্তর
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায়: নেটওয়ার্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক ডিজিটাল ডিভাইস বা ব্যক্তি একসাথে যুক্ত থাকে। নেটওয়ার্কে সংযুক্ত ব্যক্তি বা ডিজিটাল ডিভাইস একে অপরের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারে। নেটওয়ার্ক দুই ধরনের তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক ক্যাবল বা তারের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে সেটি তারযুক্ত নেটওয়ার্ক।
যে নেটওয়ার্ক রেডিও, মাইক্রোওয়েভ তরঙ্গ মাধ্যম ব্যবহার করে তথ্য আদান-প্রদান করে সেটি তারবিহীন নেটওয়ার্ক। তারবিহীন নেটওয়ার্কের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো- মোবাইল ফোন ও রেডিও। আমরা ইতোমধ্যে যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম শুনেছি, এটিও তারবিহীন নেটওয়ার্ক। এই শিখন অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সম্পর্কে ধারনা পাবো।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-১. তারযুক্ত দুইটি নেটওয়ার্কের নাম বলো?
উত্তর: তারযুক্ত দুইটি নেটওয়ার্ক হলো- টেলিভিশন ও টেলিফোন।
প্রশ্ন-২. তারবিহীন দুইটি প্রযুক্তির নাম বলো?
উত্তর: তারবিহীন দুইটি প্রযুক্তির নাম হলো ওয়াই-ফাই ও ওয়াইম্যাক্স।
প্রশ্ন-৩. মাইক্রোওয়েভ কী?
উত্তর: ১ গিগাহার্জ বা তার চেয়ে বেশি কম্পাকে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ।
প্রশ্ন-৪. মাইক্রোওয়েড সিস্টেমে কয়টি অংশ থাকে?
উত্তর: মাইক্রোওয়েভ সিস্টেমে দুইটি অংশ থাকে।
প্রশ্ন-৫. বৈরি আবহাওয়ার মধ্যে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয় না কোন নেটওয়ার্কের?
উত্তর: বৈরি আবহাওয়ার মধ্যেও তারবিহীন নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয় না।
প্রশ্ন-৬. কোন নেটওয়ার্কে ডেটা দ্রুত গতিতে যায়?
উত্তর; তারযুক্ত নেটওয়ার্কের ডেটা দ্রুতগতিতে যায়।
প্রশ্ন-৭. ইলেকট্রিক সিগন্যাল কী?
উত্তর: ইলেকট্রিক সিগন্যাল মূলত এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গ, যা তারের মধ্য দিয়ে একস্থান থেকে আরেক স্থানে পাঠানো যায়।
প্রশ্ন-৮. কোনটি রেডিও সিগন্যালগুলোকে মোবাইলে প্রেরণ ও গ্রহণ করে?
উত্তর: রেডিও সিগন্যালগুলোকে মোবাইলে প্রেরণ ও গ্রহণ করে। এনটেনা।
প্রশ্ন-৯. সার্ভারের কাজ কী?
উত্তর: সার্ভারের কাজ হলো নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে সেবা দেয়া।
প্রশ্ন-১০. ক্লায়েন্ট কী?
উত্তর: সার্ভার কম্পিউটার থেকে যে সেবা গ্রহণ করে সেটিই ক্লায়েন্ট।
প্রশ্ন-১১. রাউটারের প্রধান কাজ কী?
উত্তর: রাউটারের প্রধান কাজ হলো নেটওয়ার্কের কোন তথ্য কার কাছে যাবে সেটার ব্যবস্থা করা।
প্রশ্ন-১২. একটি জিও স্টেশনারি স্যাটেলাইটের নাম বল?
উত্তর: বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে একটি জিওস্টেশনারি স্যাটেলাইট।
প্রশ্ন-১৩. কক্ষপথ কী?
উত্তর: কোনো বস্তু যে নির্দিষ্ট পথ ধরে আরেকটি বস্তুকে প্রদক্ষিণ করে, তাকেই কক্ষপথ বলে।
প্রশ্ন-১৪.জিপিএস-এর মূল কাজ কী?
উত্তর: পৃথিবীর যেকোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা।
প্রশ্ন-১৫. এনকোড কী?
উত্তর: এনকোড বলতে বোঝায় গোপনে বার্তা পাঠানোর জন্য একটি সহজ তথ্যকে জটিল তথ্য আকারে উপস্থাপনের জন্য কিছু পরিবর্তন করা।
প্রশ্ন-১৬. ডিকোড কী?
উত্তর: এনকোড করা কোনো বার্তা বা তথ্যকে পুনরায় আগের রূপে রূপান্তর করাকেই ডিকোড বলে।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় বড় প্রশ্ন
১. মনে করো, তুমি এমন একটি জায়গায় দাড়িয়ে আছো, যেটার অবস্থান তুমি বলতে পারছো না। সেক্ষেত্রে তুমি কোন ধরনের তারবিহীন নেটওয়ার্কের মাধ্যমে নিজের অবস্থান নির্ণয় করবে? মতামত দাও।
উত্তর: আমি তারবিহীন স্যাটেলাইট নেটওয়ার্ক ও জিপিএস-এর মাধ্যমে নিজের অবস্থান নির্ণয় করতে পারব। জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) হলো একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। যেকোনো আবহাওয়াতে সময়ের সাথে পৃথিবীর যেকোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা এটির প্রধান কাজ। জিপিএস ব্যবহার করে গাড়ির অবস্থান, পথ-ঘাটের অবস্থান জানা যায়।
২. আবরার এমন একটি চিঠি লিখবে শুধুমাত্র তার বন্ধু আলী ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এক্ষেত্রে আবরার ও আলভী কিভাবে তাদের চিঠির লেখা গোপন করতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: আবরার ও আলভী উভয় চিঠির লেখা গোপন করার জন্য এনকোড ও ডিকোড পদ্ধতি ব্যবহার করতে পারে। এনকোড বোঝায় গোপনে বার্তা পাঠানোর জন্য একটি সহজ বা সংক্ষিপ্ত উপায়ে জটিল তথ্য উপস্থাপনের জন্য কিছু পরিবর্তন করা। অর্থাৎ যার কাছে বার্তা প্রেরণ করা হয় তার বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে এনকোড বলে। যেমন- অপরিচিত পাঁচজন মানুষের সামনে আমি আমার বন্ধুকে একটি শব্দ বললাম। সেই শব্দটির মানে শুধু আমার বন্ধুই জানে আর কেউ না। সুতরাং, যেই শব্দটি বলেছি সেটি এনকোড করে দেয়া হয়েছে যাতে এর অর্থ কেউ না বুঝে। আবার,এনকোড করা কোনো বার্তা বা তথ্যকে পুনরায় আগের রূপে রূপান্তর করাকেই ডিকোড বলে। যেমন- এনকোড করা কোনো বার্তা বা তথ্য আমরা বন্ধুর কাছে পাঠালাম। বন্ধু সেই বার্তাটি প্লেইন টেক্সটে অর্থাৎ বোধগম্য ভাষায় রূপান্তর করে এটির অর্থ বুঝবে, তখনই তাকে ডিকোড করা বলে। এভাবেই আবরার ও আলভী তাদের চিঠির লেখা গোপনে আদান-প্রদান করতে পারে।
৩. আমরা ঘরে বসে টেলিভিশনে আমেরিকার টিভি চ্যানেল সিএনএন-এর নিউজ দেখতে পাই। কিন্তু বিশাল দূরত্ব থাকার সত্ত্বেও সংবাদ দেখতে কোনো অসুবিধা হয় না। তোমার কাছে এটি কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা? ব্যাখ্যা কর।
উত্তর: আমার কাছে এটি তারবিহীন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। স্যাটেলাইট হলো কৃত্রিম উপগ্রহ, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬ হাজার কি.মি উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে ঘুরতে থাকে এবং পৃথিবীর এক প্রান্তের তথ্য অন্য প্রান্তে পৌঁছে দেয়। ফলে এক মহাদেশের টেলিভিশন চ্যানেল অন্য মহাদেশে দেখা যায়। এটির জন্য দরকার হয় এনটেনা। এনটেনা সেই সিগন্যাল গ্রহণ করে এবং প্রেরণ করে। এভাবে আমরা ঘরে বসেই আমেরিকার টিভি চ্যানেল সিএনএন- এর নিউজ দেখতে পাই।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সত্য মিথ্যা যাচাই
১. নেটওয়ার্ক তিন রকমের হয়ে থাকে।
২. মাইক্রোওয়েভের মাধ্যমে প্রথম তারবিহীন যোগাযোগ স্থাপন করেন জগদশী চন্দ্র বসু।
৩. টেলিফোন একটি তারবিহীন নেটওয়ার্ক।
৪. মোবাইল ফোনের মাধ্যমে তথ্য গ্রহণ ও প্রেরণ উভয়ই করা যায়।
৫. তথ্য গোপন করাকে এককোড বলে।
৬. স্যাটেলাইট একটি তারযুক্ত নেটওয়ার্ক।
৭. দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান খুঁজে বের করার জন্য স্যাটেলাইট ব্যবহৃত হয়।
উত্তর: ১. মিথ্যা; ২. সত্য; ৩. মিথ্যা; ৪. সত্য; ৫. সত্য; ৬. মিথ্যা; ৭. সত্য;
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সঠিক উত্তর বাছাই
১. নেটওয়ার্ক – ২/৩/৪/৫ প্রকার।
২. Guglielmo Marconi- জার্মানির/ইতালির/আমেরিকা/ব্রিটেনের বিজ্ঞানী ছিলেন।
৩. মুক্তিযুদ্ধের সময় রেডিও/টেলিভিশন/কম্পিউটার/মোবাইল ফোন থেকে সকল সংবাদ পাওয়া যেত।
৪. পাকিস্তানি হানাদার বাহিনীর নৌবহরে আক্রমণ করে মুক্তিযুদ্ধের সেক্টর— ৮/৯/১০/১১-এর নৌ-কমান্ডোরা।
৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের প্রথম দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ কৃত্রিম উপগ্রহ।
৬. GPS-এর পূর্ণরূপ — Global Painting System / Global Pattern System/ Global Positioning System/ Geographical Positioning System.
উত্তর: ১. ২; ২. ইতালির; ৩. রেডিও; ৪. ১০; ৫. প্রথম; ৬. Global Positioning System;
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
আশাকরি “ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন ও উত্তর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YouTube চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে।