|

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৩য় অধ্যায়: আমাদের প্রত্যেকের বাস্তবজীবনে পরিচিতি আছে। সেই পরিচিতির মাধ্যমে আমরা পরিচিত। কিন্তু বর্তমান সময়ে বাস্তবজীবনের পরিচিতির পাশাপাশি আমাদের আরেকটা জগতেও পরিচিতি আছে, সেটিকে তথ্য প্রযুক্তির ভাষায় ভার্চুয়াল পরিচিতি বলে। ভার্চুয়াল পরিচিতি হলো ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য দিয়ে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করা।

বর্তমানে সেই অনলাইন অ্যাকাউন্টকে বলে ভার্চুয়াল পরিচিতি। এক একটি ডিজিটাল মাধ্যমে আমাদের বিভিন্ন ভার্চুয়াল পরিচিতি থাকে। এই ধরনের পরিচিতি সেবাদাতা প্রতিষ্ঠান নির্ধারিত ফি বা বিনামূল্যে দিয়ে থাকেন। এই শিখন অভিজ্ঞতা থেকে আমরা ভার্চুয়াল পরিচিতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো।


ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন-১. ভার্চুয়াল জগৎ কী?
উত্তর: যে জগতে সরাসরি কাউকে দেখা যায় না কিন্তু ডিজিটাল উপস্থিতি দেখা যায়, তাকেই ভার্চুয়াল জগৎ বলে।

প্রশ্ন-২. ভার্চুয়াল জগতের একটি উদাহরণ বল।
উত্তর: সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক হচ্ছে ভার্চুয়াল জগতের উদাহরণ।

প্রশ্ন-৩. ভার্চুয়াল পরিচিতি কী?
উত্তর: ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করার জন্য যে পরিচিতি প্রদান করা হয় সেটিই ভার্চুয়াল পরিচিতি।

প্রশ্ন-৪. পাবলিক শেয়ারিং কী?
উত্তর: যে তথ্য সবার জন্য প্রকাশ করা হয়ে থাকে তাকে পাবলিক শেয়ারিং বলে।

প্রশ্ন-৫. প্রাইভেট শেয়ারিং কী?
উত্তর: যে ব্যক্তিগত তথ্য সবার সাথে বিনিময় করা যায় না, নির্দিষ্ট কিছু মানুষের সাথে বিনিময় করা যায় তাকে প্রাইভেট শেয়ারিং বলে।

প্রশ্ন-৬. কিশোর বাতায়ন ওয়েবসাইটের ঠিকানা কী?
উত্তর: http://konnect.edu.bd

প্রশ্ন-৭. ২টি ই-কমার্স সাইটের নাম বল?
উত্তর: দুইটি ই-কমার্স সাইটের নাম হলো- www.bikroy.com, www.amazon.com.

প্রশ্ন-৮. টুইটার কী?
উত্তর: টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা। এটির মাধ্যমে টুইট করা যায়।

প্রশ্ন-9. টুইটারে সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টারের মধ্যে মনের ভাব প্রকাশ করতে হয়?
উত্তর: টুইটারে সর্বোচ্চ ১৪০ ক্যারেক্টারের মধ্যে মনের ভাব প্রকাশ করতে হয়।

প্রশ্ন-10. লিংকডইন কারা ব্যবহার করে?
উত্তর: সাধারণত চাকুরীজীবি ও ব্যবসায়ীরা।


ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় বড় প্রশ্ন

১. তাঈবা তার সহপাঠি মিলিকে বলল, আমি সরাসরি উপস্থিত না থেকেও অস্ট্রেলিয়ায় আমার ভাইয়ের সাথে কথা বলি। তাঈবার অনলাইন পরিচিতি ব্যাখ্যা করো।
উত্তর: তাঈবার অনলাইন পরিচিতি হলো ভার্চুয়াল জগতের পরিচিতি। ভার্চুয়াল জগৎ হলো যেখানে সরাসরি আমাকে কেউ দেখে না, কিন্তু আমার ডিজিটাল উপস্থিতি থাকবে। এখানে নিজেদের পরিচিতি না দিয়ে কোনো কাজ করা যায় না। তাঈবা এবং তার ডাই উভয়ের একটি করে ভার্চুয়াল পরিচিতি আছে। ভার্চুয়াল পরিচিতি হলো আমাদের সম্পর্কে দেওয়া কিছু তথ্য যা ডিজিটাল যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল সামাজিক মাধ্যমে ব্যবহার করা হয়। এই ভার্চুয়াল পরিচিতি ব্যবহার করে তাঈবা সরাসরি উপস্থিত না থেকেও তার ভাইয়ের সাথে কথা বলতে পারে।

২. ভার্চুয়াল জগতে পরিচিতির জন্য কী বাস্তব জীবনের পরিচিতির তথ্য প্রয়োজন? মতামত দাও।
উত্তর: আমাদের ব্যক্তিগত তথ্যগুলো হলো- নাম, বয়স, মা-বাবার নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, পাসপোর্ট নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর ইত্যাদি। কিন্তু ভার্চুয়াল জগতে পরিচিতির জন্য আমাদের একটি প্রোফাইল তৈরি করতে হয়। অনলাইন প্রোফাইল তৈরিতে ব্যক্তিগত তথ্য যেমন- নিজের নাম, বয়স, মোবাইল নম্বর, ই-মেইল, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, ছবি ইত্যাদি লাগে। তারপর ভার্চুয়াল জগৎ থেকে একটি আইডি পাওয়া যায়, যেটির মাধ্যমে ভার্চুয়াল জগতে নিজের পরিচয় তৈরি হয়। তাই বলা যায়, ভার্চুয়াল জগতে পরিচিতির জন্য বাস্তব জীবনের ব্যক্তিগত সব তথ্য না লাগলেও কিছু কিছু তথ্য লাগে।

৩. রিহানার ফেসবুক প্রোফাইল পিকচার অন্য আরেকজন তার প্রোফাইলে ব্যবহার করছে। এটি দেখে রিহানা তার প্রোফাইল পিকচার পরিবর্তন করে অ্যাভাটার ব্যবহার করলো। তোমার মতে রিহানা কি ঠিক করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: আমার মতে রিহানা ঠিক কাজ করেছে। যেহেতু রিহানার ছবি অন্য আরেকটি প্রোফাইলে ব্যবহার করছে, সেক্ষেত্রে রিহানা মনে করছে তার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। সে কারণে রিহানা অ্যাভাটার ব্যবহার করলো। অ্যাভাটার হলো ভার্চুয়াল পরিচিতির জন্য নিজের ছবি ব্যবহার না করে প্রতীকী ছবি ব্যবহার করা। কোনো কোনো সামাজিক মাধ্যমে অনেক অ্যাভাটার দেওয়া থাকে, আমরা পছন্দমতো যেকোনো অ্যাভাটার নিজের পরিচিতির জন্য ব্যবহার করতে পারি। আবার নিজের অ্যাভাটার নিজেও তৈরি করে নিতে পারি।

৪. ভার্চুয়াল পরিচিতির চারটি ব্যবহার লিখ।
উত্তর: ভার্চুয়াল পরিচিতি ব্যবহার হতে পারে—
i. সামাজিক যোগাযোগ মাধ্যমে,
ii. অনলাইন ফর্ম পূরণে,
iii. বিভিন্ন অনলাইন সেবা নিতে,
iv. ই-কর্মাস ব্যবহার করতে।


ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সত্য মিথ্যা যাচাই

১। ভার্চুয়াল পরিচিতিতে ব্যক্তিগত ছবি দেওয়া যায়।
২। ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি ব্যবহার করা হয়।
৩। সকলের জন্য কোনো বিষয় প্রকাশ করাকে প্রাইভেট শেয়ারিং বলে।

৪। অ্যাভাটার হলো প্রতীকী ছবি।
৫। সরকারকে ভুল তথ্য দেওয়া আইনত দণ্ডনীয়।
৬। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
৭। ভুল বা অতিরঞ্জিত তথ্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমে দেওয়া উচিৎ নয়।

উত্তর: ১. সত্য; ২. সত্য; ৩. মিথ্যা; ৪. সত্য; ৫. সত্য; ৬. মিথ্যা; ৭. সত্য;


ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সঠিক উত্তর বাছাই

১. ভার্চুয়াল জগতের সবচেয়ে বড় সম্পদ হলো- নাম/ ঠিকানা/ জন্ম তারিখ/ ব্যক্তিগত তথ্য।
২. বিল গেটস হলো— গুগল/ ফেসবুক/ মাইক্রোসফট/টুইটার এর প্রতিষ্ঠাতা।
৩. সামাজিক যোগাযোগ মাধ্যম হলো মাইক্রোসফট/ গুগল/ফেসবুক/ইয়াহু।

৪. “অ্যাভাটার হলো ব্যক্তিগত/হাস্যরসাত্মক/প্রতীকী/ পাবলিক ছবি।
৫. ভার্চুয়াল পরিচিতিতে দেওয়া উচিৎ নয়— নাম/ঠিকানা/জন্ম তারিখ/ব্যক্তিগত ছবি ।

উত্তর: ক. ব্যক্তিগত তথ্য; খ. মাইক্রোসফট; গ. ফেসবুক; ঘ. প্রতীকী; ঙ. ব্যক্তিগত ছবি;


🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর


আশাকরি ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YouTube চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে।