ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৫ম অধ্যায়: কোনো একটি সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট ধারাবাহিক নিয়মাবলীকে অ্যালগরিদম বলে। আর অ্যালগরিদমের চিত্ররূপ হলো প্রবাহচিত্র। যে চিত্রের মাধ্যমে কোন সিস্টেম বা প্রোগ্রাম কীভাবে কাজ করবে তার গতিধারা এঁকে বোঝানোই হলো প্রবাহচিত্র। একে ইংরেজিতে ফ্লোচার্ট (Flowchart) বলে। প্রবাহচিত্রের সাহায্যে প্রোগ্রাম বুঝতে কম সময় লাগে এবং প্রোগ্রাম প্রবাহের দিক সহজেই বোঝা যায়।
কোনো যন্ত্রকে প্রোগ্রাম করার বা নির্দেশনা বুঝিয়ে দেবার জন্য মূলত দুটি ধাপ আছে। প্রথমটি হলো প্রবাহচিত্র তৈরি করা; যেনো আমাদের নির্দেশনাগুলো যন্ত্রের বোঝার উপযোগী হয়, দ্বিতীয়টি হলো ঐ প্রবাহচিত্র থেকে প্রোগ্রাম তৈরি করা। সমস্যা বিশ্লেষণের পর তা সহজে বোঝানোর জন্য প্রবাহচিত্র কার্যকরী ভূমিকা পালন করে। প্রবাহচিত্রে কতগুলো জ্যামিতিক ছবি ও চিহ্ন ব্যবহৃত হয়। এই শিখন অভিজ্ঞতায় আমরা প্রবাহচিত্র তৈরি করে তাকে সুডো কোডে রূপান্তরের মাধ্যমে প্রোগ্রাম রচনার ধারণা পাব।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-১. রোবট কী?
উত্তর: রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা।
প্রশ্ন-২. রোবটের কি নিজস্ব বুদ্ধিমত্তা আছে?
উত্তর: না, রোবটের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই।
প্রশ্ন-৩. বাস্তব জীবনে দুইটি সমস্যার নাম বলো?
উত্তর: বাস্তব জীবনে দুইটি সমস্যা হলো- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাদ্যে ভেজাল।
প্রশ্ন-৪. ম্যাপ সফটওয়্যারের কাজ কী?
উত্তর: ম্যাপ সফটওয়্যারের কাজ হলো কোনো কিছুর অবস্থান নির্ণয় করা।
প্রশ্ন-৫. তিনটি অনলাইন মিটিং সফটওয়্যারের নাম বলো?
উত্তর: তিনটি অনলাইন মিটিং সফটওয়্যার হলো- জুম, গুগল মিট এবং মাইক্রোসফট টিম।
প্রশ্ন-৬. QR Code-এর পূর্ণরূপ কী?
উত্তর: QR Code-এর পূর্ণরূপ হলো Quick Response Code.
প্রশ্ন-৭. অ্যালগরিদম কী?
উত্তর: অ্যালগরিদম হলো কোনো নির্দিষ্ট সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা।
প্রশ্ন-৮. সমস্যা বাছাই কী?
উত্তর: অনেকগুলো সমস্যা থেকে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নির্ধারণ করাই হলো সমস্যা বাছাই ।
প্রশ্ন-৯. প্রোগ্রাম কী?
উত্তর: কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো বা লিখিত নির্দেশমালাই প্রোগ্রাম।
প্রশ্ন-১০. ইনপুট কী?
উত্তর: ইনপুট মানে হলো বাইরে থেকে কোনো তথ্য গ্রহণ করা।
প্রশ্ন-১১. আউটপুট কী?
উত্তর: বাইরের জগতে কোনো কাজ করে দেখালে সেটা হবে আউটপুট।
প্রশ্ন-১২. কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম বলো?
উত্তর: বর্তমানে বেশি ব্যবহৃত কয়েকটি প্রোগ্রামিং ভাষা হলো- সি++, জাভা, পাইথন ইত্যাদি।
প্রশ্ন-১৩. মেশিন কোড কী?
উত্তর: কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ সি, চিহ্নকে আলাদাভাবে প্রসেসরে বোঝানোর জন্য শূন্য (০) এবং এক (১) এর সমন্বয়ে গঠিত বিভিন্ন নির্দেশনাই মেশিন কোড।
প্রশ্ন-১৪. সুডো কোড কী?
উত্তর: সুডো কোড হচ্ছে অ্যালগরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় সংকেত বা কোড আকারে প্রকাশ করা।
প্রশ্ন-১৫. সুডো কোড কি প্রোগ্রামিং ভাষা?
উত্তর: না, সুডো কোড প্রোগ্রামিং ভাষা নয়।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় বড় প্রশ্ন
১. আবরার ডিজিটাল প্রযুক্তি মেলায় গিয়ে দেখল একটি যন্ত্র মানুষের ন্যায় কথা বলছে, হাত-পা নড়াচড়া করছে। আবরারের দেখা প্রযুক্তিটি তোমার কাছে কি মনে হয়েছে? ব্যাখ্যা দাও।
উত্তর: আবরার যে প্রযুক্তিটি দেখেছে সেটি আসলে একটি রোবট। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে ঠিক সেই ভাবেই কাজ করতে পারে। রোবট মানুষের ন্যায় নড়াচড়া করতে পারে, চারদিকে ঘুরে দেখতে পারে, ভারী কাজ করতে পারে, কথা বলতে পারে ইত্যাদি।
২. করোনাকালীন সময়ে বিভিন্ন সভা, সেমিনার, ক্লাস সরাসরি নেওয়া সম্ভব ছিল না। ঐ সময়ে তুমি যোগাযোগের জন্য কোন প্রযুক্তিগুলো ব্যবহার করতে? মতামত দাও।
উত্তর: আমি করোনাকালীন সময়ে সভা, সেমিনার ও ক্লাস নেওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তি, যেমন- জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম, ম্যাসেঞ্জার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করতাম। কারণ এই প্রযুক্তির মাধ্যমে যেকোনো জায়গায় বসে সভা, সেমিনার ও ক্লাস করা যায়।
৩. মনে করো তুমি একটি অপরিচিত জায়গায় যাবে কিন্তু তুমি সেখানে কিভাবে যাবে তার সঠিক রাস্তা বা নির্দেশনা জানো না। এক্ষেত্রে তুমি কোন ধরনের সফটওয়্যারের মাধ্যমে সমাধান পেতে পারো? মতামত দাও।
উত্তর: যেহেতুে আমি একটি অপরিচিত জায়গায় যাবো, তাই আমি আমার স্থান থেকে কীভাবে গন্তব্য স্থলে যাবো তার ধারনা নিতে ম্যাপ সফটওয়্যারের সহায়তা নিতে পারি। ম্যাপ সফটওয়্যারে আমরা কোথায় আছি এবং গন্তব্য কোথায় সেটি লিখে দিলে সফটওয়্যারটি আমাদের দেখিয়ে দেয় কত সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারব, রাস্তায় কতটুকু যানজট আছে, কোন রাস্তার দূরত্ব কতটুকু, কোন রাস্তা দিয়ে গেলে যেতে সুবিধা হবে, কোন যানবাহনে উঠলে যেতে কত সময় লাগবে ইত্যাদি।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সত্য মিথ্যা যাচাই
১. তালিকা ও হিসাবের জন্য স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহৃত হয়।
২. বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মানব সভ্যতার জন্য আশীর্বাদ।
৩. করোনা মহামারির সময় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা ছিল।
৪. কিউআর কোড স্ক্যান করে সঠিক নাম্বারে টাকা পাঠানো সুনিশ্চিত নয়।
৫. আগুন নেভানোর কাজে রোবট ব্যবহার করা হয়।
৬. ইনপুট মানে কোনো তথ্য গ্রহণ করা।
৭. যেকোনো সময় যেকোনো ভাষায় সুডো কোডকে রূপান্তর করা যায় না।
৮. বাস্তব সমস্যার সমাধানের জন্য অ্যালগরিদম, প্রবাহচিত্র ও সুডো কোড প্রয়োজন।
উত্তর: ১. সত্য; ২. সত্য; ৩. মিথ্যা; ৪. মিথ্যা; ৫. সত্য; ৬. সত্য; ৭. মিথ্যা; ৮. সত্য;
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সঠিক উত্তর বাছাই
১. সমস্যা সমাধানের জন্য – ২/৩/৪/৫টি বিষয় ভাবতে হয়।
২. অনলাইন মিটিং সফটওয়্যার হলো- জুম/জিমেইল/গুগল/ইয়াহু
৩. কোনো যন্ত্রকে নির্দেশনা বুঝিয়ে দেবার – ২/৩/৪/৫টি ধাপ আছে।
৪. কম্পিউটার শুধুমাত্র ২/৩/৪/৫টি সংখ্যা বোঝে।
৫. প্রোগ্রামিং ভাষা নয়— – সি/জাভা/পাইথন/ওরাকল।
উত্তর: ১. ৫টি; ২. জুম; ৩. ২টি; ৪. ২টি; ৫. ওরাকল;
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর
আশাকরি “ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় প্রশ্ন ও উত্তর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YouTube চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে।