|

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায়: কনটেন্টের বাংলা অর্থ হলো বিষয়বস্তু। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্যসমূহ তুলে ধরার মাধ্যম হলো কনটেন্ট। সেটা হতে পারে কোনো টেক্সট কনটেন্ট, অডিও ও ভিডিও কনটেন্ট, ইমেজ কনটেন্ট, ডকুমেন্ট, পেইন্টিং এবং কমিকস ইত্যাদি।

আমাদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের কনটেন্ট বা বিষয়বস্তু তৈরি করি। ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল কনটেন্টই বেশি জনপ্রিয়। সারা পৃথিবীর মানুষ এখন কনটেন্ট তৈরির দিকে অগ্রসর হচ্ছে। এই শিখন অভিজ্ঞতায় আমরা দলীয় কার্যক্রমের মাধ্যমে কনটেন্ট তৈরির পরিকল্পনা সম্পর্কে জানতে পারবো।


ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন-১. ডিজিটাল কী? 
উত্তর: যে ইলেকট্রনিক প্রযুক্তি ডেটা তৈরি, সঞ্চয় এবং প্রক্রিয়া করার জন্য বিচ্ছিন্ন মান (0 ও 1) ব্যবহার করে তাকেই ডিজিটাল বলে।

প্রশ্ন-২. তথ্যের উৎস কী?
উত্তর: যে ক্ষেত্র থেকে আমরা তথ্য পেতে পারি তাকে তথ্যের উৎস বলে।

প্রশ্ন-৩. তথ্যের উৎস কয়টি ও কী কী?
উত্তর: তথ্যের উৎস দুটি, যথা-১. মানবীয় উৎস, ২. জড় উৎস।

প্রশ্ন-৪. কয়েকটি জড় মাধ্যমের তথ্যের উৎসের নাম বল?
উত্তর: জড় মাধ্যমে তথ্যের কয়েকটি উৎস হলো বই, পত্রিকা, ইন্টারনেট ইত্যাদি।

প্রশ্ন-৫. সমস্যা নির্ধারণ কী?
উত্তর: সমস্যা নির্ধারণ হলো কোনো একটি নির্দিষ্ট সমস্যাকে চিহ্নিত বা বাছাই করা।

প্রশ্ন-৬. ইন্টারনেট কী?
উত্তর: ইন্টারনেট হলো পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।

প্রশ্ন-৭. পাণ্ডুলিপি কী?
উত্তর: পাণ্ডুলিপি হলো কিছু লেখার প্রথম খসড়া যা সাধারণত অপ্রকাশিত সংস্করণ।

প্রশ্ন-৮ জরিপ কী?
উত্তর: একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য নির্ভুল তথ্যের যাচাই ও গণনা করাকে জরিপ বলে।

প্রশ্ন-৯. জরিপ পরিচালনা করতে কয় ধরনের প্রশ্ন ব্যবহার করা?
উত্তর: জরিপ পরিচালনা করার জন্য দুই ধরনের প্রশ্নপত্র ব্যবহার করা হয়।

প্রশ্ন-১০. অনলাইন জরিপ কী?
উত্তর: অনলাইনে কিছু তথ্যের উপর ভিত্তি করে সাধারণ মানুষের মতামত নিয়ে যে জরিপ পরিচালনা করা হয় তাকে অনলাইন জরিপ বলে।

প্রশ্ন-১০, গণমাধ্যম কী?
উত্তর: যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পৌছানো বা পরিবেশন করা হয় তাকে গণমাধ্যম বলে।

প্রশ্ন-১২. তিনটি ম্যাগাজিনের নাম বলো?
উত্তর: তিনটি ম্যাগাজিনের নাম হচ্ছে কালি ও কলম, ভ্রমণ, কিশোর আলো।

প্রশ্ন-১৩. তথ্য বিশ্লেষণ কী?
উত্তর: কোনো তথ্যের বিভিন্ন অংশ বা উপাদানকে আলাদা আলাদা করে পর্যালোচনা করাকে তথ্য বিশ্লেষণ বলে।

প্রশ্ন-১৪. ফর্মুলা কী?
উত্তর: ওয়ার্কশিটে এক বা একাধিক সেলের মধ্যে উপযুক্ত সংখ্যাগুলোর মধ্যকার বিভিন্ন গাণিতিক অপারেশনকে ফর্মুলা বলে।

প্রশ্ন-১৫. ডিজিটাল কনটেন্ট কী?
উত্তর: যে কনটেন্টগুলো ইন্টারনেটে প্রচার করা হয় এবং ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া হয় তাকে ডিজিটাল কনটেন্ট বলে।

প্রশ্ন-১৬. কয়েকটি ডিজিটাল কনটেন্টের নাম বলো।
উত্তর: টেক্সট বা লিখিত কনটেন্ট, ছবি, শব্দ বা অডিও, ভিডিও এবং অ্যানিমেশন ইত্যাদি।

প্রশ্ন-১৭. টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল কী?
উত্তর: কোনো একটি ঘটনা বা প্রেক্ষাপট যাদের উদ্দেশ্যে তৈরি করা হয় তাদেরকে টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল বলে।

প্রশ্ন-১৮. কমিকস কী?
উত্তর: যে মাধ্যমে চিত্র ও লেখার দ্বারা কোনো ভাবনা প্রকাশ করা হয় তাকে কমিকস বলে।

প্রশ্ন-১৯. প্রেজেন্টেশন সফটওয়্যার কী?
উত্তর: কোনো কিছু প্রেজেন্ট বা উপস্থাপন করতে হলে যে সফটওয়্যার প্রয়োজন তাকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলে।


ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় বড় প্রশ্ন

প্রশ্ন ০১. মনে করো, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কতজন ফেসবুক ব্যবহার করে এবং কতজন করে না তা জানতে চাই। এটি খুঁজে বের করতে কি ধরনের অনলাইন পদ্ধতি ব্যবহার করতে পারি? মতামত দাও।
উত্তর: কোনো একটি নির্দিষ্ট সমস্যা সম্পর্কে সে সমস্যাটির সঙ্গে পরিচিত/সম্পর্কিত ব্যক্তিদের মতামত, দৃষ্টিভঙ্গি, আচরণ ইত্যাদি কিছু ধারাবাহিক প্রশ্নের মাধ্যমে উত্তর খুঁজে বের করার কৌশল বা পদ্ধতি হলো জরিপ। আমরা জরিপের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা ফেসবুক ব্যবহার করে এবং ব্যবহার করে না, এমন শিক্ষার্থীর সংখ্যা সহজে বের করতে পারবো। এই জন্য আমাদের অনলাইন জরিপ ফরম (গুগল ফরম) ব্যবহার করতে পারি।

প্রশ্ন ০২. আসিফ ইউটিউবে একটি সংবাদ দেখে বন্ধু আবরারকে বললো করোনা ভাইরাস সবার হয় না। কিন্তু আবরার বন্ধুর ভিডিওটি, সত্যতা যাচাই করে বলল তোমার ইউটিউবে প্রচারিত সংবাদটি ভুয়া ছিল। আবরার কিভাবে এটির সত্যতা যাচাই করেছিল? মতামত দাও।
উত্তর: কোনো অনলাইন পত্রিকা, টেলিভিশনের লোগো দেখেই বিশ্বাস করবো না যে, সংবাদটি ঐ পত্রিকা বা টেলিভিশনের। যাচাই করার জন্য ঐ পত্রিকা বা টেলিভিশনের ওয়েবসাইটে যাব। আসিফ যে ইউটিউব চ্যানেলে সংবাদটি দেখেছিল সেখানে নিশ্চয় কোনো একটি পত্রিকা বা টেলিভিশনের লোগো সংযুক্ত ছিল, যা দেখে আসিফ বিশ্বাস করেছিল। কিন্তু আবরার আসিফের সেই ইউটিউব ভিডিওর লোগোর নাম অনুসারে ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখলো করোনা ভাইরাস নিয়ে এই ধরনের কোনো নিউজ নেই। তাই আবরার নিশ্চিত হলো আসিফ যে সংবাদটি দেখেছিল সেটি ভুয়া সংবাদ ছিল।

প্রশ্ন ০৩. শিক্ষক বললেন ইন্টারনেট একটি বিশাল জগৎ। এই ভাগতের সমস্ত তথ্য ক্লাউডে থাকে। আলভী বললো— তাহলে ইন্টারনেটের তথ্য মেঘে থাকে। এখানে স্যার মেঘ বলতে কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: ক্লাউডের বাংলা হচ্ছে ‘মেঘ’। আসলে তা নয়, এখানে ক্লাউড বলতে বোঝানো হয়েছে তথ্যকে অনেক বেশি নিরাপদভাবে সংরক্ষণ করার উপায়। বিশ্বের অনেক বড় বড় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আছে, যাদের রয়েছে অনেক বড় বড় ডেটা সেন্টার বা তথ্যকেন্দ্র। সেখানে প্রতিদিন কোটি কোটি মানুষের তথ্য জমা হতে থাকে। আমরা সেই ডেটা সেন্টার থেকে নিজের ইচ্ছো মতো তথ্য নেই এবং প্রয়োজনে জমা রাখি। মেঘে যেমন বাষ্প কণাগুলো জমা থাকে, ঠিক তেমনি ডেটা সেন্টারে আমাদের তথ্যগুলো জমা থাকে। তাই শিক্ষক বলেছেন— ইন্টারনেটের মতো বিশাল জগতের তথ্যগুলো ক্লাউডে জমা থাকে।


🔆🔆 ৭ম শ্রেণির সকল পোস্ট: এখানে ক্লিক করুন


আশাকরি ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YOUTUBE চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের FACEBOOK পেজে।