৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায: আপনি কি ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায় এর প্রশ্নোত্তর খুজতেছেন কিন্তু পাচ্ছেন না। আজকের আর্টিকেল টি আপনাদের জন্য। আজকের আর্টিকেলে ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায় এর সকল প্রশ্নোত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-১. ফায়ারওয়াল বলতে কী বুঝ?
উত্তর: বর্তমানে বিশ্বের অধিকাংশ মানুষ তথ্যের জন্য ইন্টারনেটের ওপর নির্ভর করে। আর ইন্টারনেট নির্ভর করে নেটওয়ার্কের ওপর। নেটওয়ার্ক দিয়ে যেহেতু সবাই সবার সাথে যুক্ত, তাই কিছু অসাধু মানুষ এই নেটওয়ার্কের ভেতর দিয়ে যেখানে তার যাওয়ার কথা নয় সেখানে যাওয়ার চেষ্টা করে। যে তথ্যগুলো কোনো কারণে গোপন রাখা হয়েছে, সেগুলো দেখার চেষ্টা করে। যারা নেটওয়ার্ক তৈরি করিয়েছেন, তারা সবসময়ই চেষ্টা করেন কেউ যেন সেটা করতে না পারে। প্রত্যেকটা নেওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, যাতে নেউ যেন সেই নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে ঢুকতে না পারে। নিরাপত্তার এই অদৃশ্য দেয়ালকে ফায়ারওয়াল বলা হয়।
প্রশ্ন-২.কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষায় করণীয় পদক্ষেপগুলো আলোচনা করো।
উত্তর: কম্পিউটার নেটওয়ার্ক এক বা একাধিক কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়। নেটওয়ার্কে অনেক অসৎ ব্যবহারকারী থাকে যা নেটওয়ার্কের নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে পারে। তাই নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষার জন্য করণীয় পদক্ষেপসমূহ নিম্নে আলোচনা করা হলো;
১. নেটওয়ার্ক ফায়ারওয়াল: প্রত্যেক কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকতে না পারে। এ নিরাপত্তা ব্যবস্থার নাম হাচ্ছে ফায়ারওয়াল।
২. পাসওয়ার্ড: নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভেতর দিয়ে যাবার সময় পাসওয়ার্ড দেওয়া হয়। পাসওয়ার্ডটি এমনভাবে দেওয়া হয় কেউ যেন এটি সহজে অনুমান করতে না পারে।
3. Captcha পদ্ধতি: পাসওয়ার্ড দিয়ে নেটওয়ার্কে প্রবেশ করার সময় Captcha পদ্ধতি ব্যবহার করতে হবে। কেননা অনেক অসাধু ব্যবহারকারী রয়েছে যারা রোবট সিস্টেম দিয়ে পাসওয়ার্ড বের করে নেটওয়ার্কে প্রবেশ করে। যখন Captcha পদ্ধতি ব্যবহৃত হয় তখন রোবট হ্যাক করতে পারে না। অর্থাৎ রোবট Captcha পদ্ধতি বুঝতে বা পড়তে পারে না।
প্রশ্ন-৩. Captcha পদ্ধতি কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো?
উত্তর: মানুষ এবং যন্ত্রকে আলাদা করার জন্য কোনো নেটওয়ার্কে প্রবেশ করার সময় একটি বিশেষ লেখা পড়ে সেটি টাইপ করতে হয়। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার উক্ত পদ্ধতিকে Captcha বলে। বর্তমানে বিশেষ ধরনের কম্পিউটার বা রোবট তৈরি করা হয়েছে যা সারাক্ষণই সম্ভাব্য সকল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করতে থাকে যতক্ষণ না সঠিক পাসওয়ার্ডটি বের হয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পাবার জন্য আমাদের সকল ওয়েব অ্যাকাউন্টে ঢোকার সময় সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও একটি বিশেষ লেখা পড়ে সেটি টাইপ করে দেওয়া, অর্থাৎ Captcha পদ্ধতিটি সার্বক্ষণিক ব্যবহার করতে হবে। কারণ উক্ত লেখাটি সত্যিকার মানুষ সহজে বুঝে টাইপ করতে পারলেও একটি যন্ত্র বা রোবট লেখাটির সঠিক রূপ ধরতে পারে না। ফলে মানুষ এবং যন্ত্রকে যেমন আলাদা করা সম্ভব হয়, তেমনি অ্যাকাউন্টের নিরাপত্তাও রক্ষা করা সম্ভব হয়।
প্রশ্ন-৪. কম্পিউটার ভাইরাস কী? এটি কিভাবে কাজ করে ব্যাখ্যা কর।
উত্তর: কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। যখন কোনো ডাইরাস আক্রান্ত প্রোগ্রাম চালানো হয়, তখন ভাইরাসটি অন্যান্য কার্যকরী ফাইলে স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত করে। অর্থাৎ কম্পিউটার ভাইরাস ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া (অজান্তে হলেও) ছড়িয়ে পড়তে পারে না। যেমন, কোনো পেনড্রাইভে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত কোন ফাইল থাকলেই তা ছড়িয়ে পড়তে পারে না। যদি কোনো কম্পিউটারে সেই পেনড্রাইভ যুক্ত করে ব্যবহার করা হয় তাহলেই কেবল পেনড্রাইভের ভাইরাসটি সক্রিয় হয়ে উঠত পারে। এভাবে ভাইরাস কম্পিউটারের ছড়িয়ে পরে ফাইলের এক্সিকিউটেবল অংশে আক্রমণ করে। ফলে ফাইলের কার্যক্ষমতা হারিয়ে ফেলে।
প্রশ্ন-৫. ম্যালওয়্যার কী? ম্যালওওয়্যারের প্রকারভেদ বর্ণনা কর।
অথবা, প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারসমূহের বর্ণনা দাও।
উত্তর: যে সকল প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামসমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর যেই সকল সফটওয়্যারকে ক্ষতিকারক সফটওয়্যার বা মেলিসিয়াস সফটওয়্যার বলে। আর এ মেলিসিয়াস সফটওয়্যারগুলোকে সংক্ষেপে ম্যালওয়্যার বলে। ম্যালওয়্যারে প্রকারভেদ আলোচনা করা হলো: প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারসমূহের মধ্যে নিম্নোক্ত তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়— ক. কম্পিউটার ভাইরাস খ. কম্পিউটার ওয়ার্ম গ. ট্রোজান হর্স
ক. কম্পিউটার ভাইরাস: কম্পিউটার ভাইরাস হলো এমন ধরনের ম্যালওয়্যার যা কোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত থাকে।
খ. কম্পিউটার ওয়ার্ম: কম্পিউটার ওয়ার্ম সেই প্রোগ্রাম যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে।
গ. ট্রোজান হর্স: অনেক ক্ষতিকারক সফটওয়্যার ভালো সফটওয়্যারের ছদ্মাবরণে নিজেকে আড়াল করে রাখে। ব্যবহারকারী সরল বিশ্বাসে সেটিকে ব্যবহার করে। এটি হলো ট্রোজান হর্স।
প্রশ্ন-৬. ম্যালওয়ার কী? কম্পিউটার ভাইরাসের বর্ণনা দাও।
উত্তর: এমন প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামসমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর এ ধরনের প্রোগ্রাম/সফটওয়্যারকে বলা হয় মেলিসিয়াস সফটওয়্যার। মেলিসিয়াস সফটওয়্যারকে বলা হয় ম্যালওয়্যার। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। এটি ব্যবহারকারীর হস্তক্ষেপে ছড়িয়ে পড়ে। এটি কম্পিউটার সিস্টেমের নানা ধরনের ক্ষতি করে থাকে। এর মধ্যে দৃশ্যমান ক্ষতি যেমন কম্পিউটারের গতি কমে যায়, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট হওয়া। তবে কিছু কিছু কম্পিউটার ভাইরাস সিস্টেমের ক্ষতি করে না, কেবল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে।
প্রশ্ন-৭. ম্যালওয়্যার কী? ম্যালওয়্যার কীভাবে কাজ করে? ব্যাখ্যা করো?
উত্তর: ম্যালওয়্যার একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার যা কম্পিউটারে ব্যবহৃত অন্য সফটওয়্যারগুলোর কাঙ্ক্ষিত কর্ম সম্পাদনে বাধার সৃষ্টি করে। যে সকল কম্পিউটার সিস্টেমে সফটওয়্যার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি থাকে, সেসব ক্ষেত্রে ম্যালওয়্যার তৈরির সুযোগ সৃষ্টি হয়। কেবল নিরাপত্তা ত্রুটি নয় ডিজাইনে গলদ কিংবা ভুল থাকলেও সফটওয়্যারটিকে অকার্যকর করার জন্য ম্যালওয়্যার তৈরি করা সম্ভব হয়। বর্তমানে বিশ্বে প্রচলিত অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ম্যালওয়্যারের সংখ্যা অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় বেশি। এর একটি কারণ বিশ্বে উইন্ডোজ ব্যবহাকারীর সংখ্যা বেশি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভেতরের খবর কেউ জানে না। কাজে কোনো ভুল বা গলদ কেউ বের করতে পারলে সে সেটিকে ব্যবহার করে, ম্যালওয়্যার তৈরি করতে পারে। ইন্টারনেটের বিকাশের আগে ম্যালওয়্যারের সংখ্যা খুবই কম ছিল। যখন থেকে ইন্টারনেটের মাধ্যমে ম্যালওয়্যারকে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে, তখন থেকেই ম্যালওয়্যারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
প্রশ্ন-৮. মেলিসিয়াস সফটওয়্যার কী? ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় লিখ।
উত্তর: যে সকল প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামসমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর যেই সকল সফটওয়্যারকে ক্ষতিকারক সফটওয়্যার বা মেলিসিয়াস সফটওয়্যার বলে। ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়: বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজন হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এগুলোকে বলা হয় এন্টি-ভাইরাস বা এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার। বেশিরভাগ এন্টি- ভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে পরিচিত। সকল ভাইরাস, প্রোগ্রামের কিছু সুনির্দিষ্ট ধরণ বা প্যাটার্ন রয়েছে। এন্টিভাইরাস সফটওয়্যার এই সকল প্যাটার্নের একটি তালিকা সংরক্ষণ করে। যখন এন্টিভাইরাস সফটওয়্যারকে কাজ করতে দেওয়া হয়, তখন সেটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ফাইলে বিশেষ নকশা খুঁজে বের করে এবং তা তার নিজস্ব তালিকার সঙ্গে তুলনা করে। যদি এটি মিলে যায় তাহলে এটিকে ভাইরাস হিসাবে শনাক্ত করে মুছে ফেলে। উল্লেখ্য যে, এন্টিভাইরাস সফটওয়্যারগুলোকে নিয়মিত হালনাগাদ করতে হয়।
বোর্ড পরিক্ষায় আসা ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায় এর সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-৯. ক্ষতিকারক সফটওয়্যার কী ও পাঁচটি ক্ষতিকারক সফটওয়্যারের নাম লেখ।
উত্তর: ক্ষতিকারক সফটওয়্যার হলো এক ধরনের প্রোগ্রামিং কোড বা প্রোগ্রাম যা সাধারণত সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায়, বিভিন্ন হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করে কিংবা কম্পিউটারের সম্পূর্ণ কর্মক্ষমতাকে বিনষ্ট করে দেয়। পাঁচটি ক্ষতিকর, সফটওয়্যারের নাম হলো- কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, রুটকিটস, স্পাইওয়্যার।
প্রশ্ন-১০. ম্যালওয়্যার কম্পিউটারের কী ক্ষতিসাধন করে তা নিচে আলোচনা করা হলো।
উত্তর: ম্যালওয়্যার হচ্ছে একধরনের সফ্টওয়্যার যা কম্পিউটারে ব্যবহৃত অন্য সফটওয়্যারের কাঙ্খিত কর্ম সম্পাদনে বাধার সৃষ্টি করে। ম্যালওয়্যার যে ধরনের ক্ষতি সাধন করে তা নিম্নে দেওয়া হলো-
i. ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে।
ii. ব্যবহারকারীর অজান্তে তার কম্পিউটারের প্রবেশাধিকার লাভ করে।
iii. কম্পিউটারের অন্তর্গত সিস্টেম ফাইল নষ্ট করে ফেলতে পারে।
iv. ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে প্রোগ্রামিং কোড, স্ক্রিপ্ট বা সক্রিয় তথ্যাধার হিসেবে প্রকাশিত হতে পারে। অর্থ্যাৎ কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নামই হচ্ছে ম্যালওয়্যার।
প্রশ্ন-১১. নিবাসী ভাইরাস কী?
উত্তর: যে সকল ভাইরাস সক্রিয় হওয়ার পর মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে। যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয়, তখনই সেটি সেই প্রোগ্রামকে সংক্রমিত করে। এ ধরনের ভাইরাসকে বলা হয় নিবাসী ভাইরাস বা Resident Virus।
প্রশ্ন-১২. কম্পিউটার ভাইরাস কী? কম্পিউটারে ডাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কী কী?
উত্তর: কম্পিউটার ভাইরাস: কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিক হতে পারে। কম্পিউটার ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো-
১. কম্পিউটারের গতি কমে যাওয়া
২. কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া
৩. কম্পিউটার ঘন ঘন রিবুট হওয়া
৪. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সঠিকভাবে কাজ করে না
৫. কম্পিউটারের মনিটরে অযৌক্তিক বার্তা প্রদর্শন করে।
প্রশ্ন-১৩. কম্পিউটারকে ভাইরাস মুক্ত করতে কী কী করা যায় সংক্ষেপে বর্ণনা করো।
উত্তর: কম্পিউটারটিকে ভাইরাস মুক্ত করার জন্য যা করতে হবে তা হলো- কোনো কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে কাজ করার গতি কমে যেতে পারে বা ডিস্কের নাম পরিবর্তন ও অযৌক্তিক বার্তা প্রদর্শিত হতে পারে। ফলে কম্পিউটারটিকে ভাইরাস মুক্ত করার জন্য ভাইরাস প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাইরাসে আক্রান্ত কম্পিউটারে সর্বশেষ ভার্সনের শক্তিশালী এন্টিভাইরাস ইনস্টল করে কম্পিউটারের অন্তর্ভুক্ত সকল ফাইল স্ক্যান করতে হবে। অরিজিনাল লাইসেন্সধারী এন্টিভাইরাস ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। এছাড়া এন্টিভাইরাস সফটওয়্যারটি নিয়মিত ইন্টারনেটের মাধ্যমে আপডেট করতে হবে। তারপরেও ভাইরাস দূর না হলে কম্পিউটারটিতে ব্যবহৃত অপারেটিং সিস্টেমটি আইইনস্টল করে আবার নতুনভাবে ইনস্টল করতে হবে।
প্রশ্ন-১৪. কম্পিউটার ভাইরাস বলতে কী বুঝ? এটি কম্পিউটারে কী ধরনের ক্ষতি করে?
উত্তর: কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা প্রোগ্রাম যা সাধারণ সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায়, বিভিন্ন হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করে কিংবা সম্পূর্ণ কম্পিউটারের কর্মক্ষমতাকে বিনষ্ট করে দেয়। এটি ব্যবহারকারীর অগোচরে কম্পিউটারে সংক্রমিত হয়। কম্পিউটার ভাইরাস কম্পিউটারের যে ধরনের ক্ষতি করতে পারে তা নিম্নে দেওয়া হলো- কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমে নানা ধরনের ক্ষতি করে থাকে। এর মধ্যে দৃশ্যমান ক্ষতি যেমন কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট (Reboot) হওয়া ইত্যাদি। তবে, বেশিরভাগ ভাইরাসই ব্যবহারকারীর অজান্তে তার সিস্টেমের ক্ষতি করে থাকে। কিছু কিছু ভাইরাস সিস্টেমের ক্ষতি করে না, কেবল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে। সিআইএইচ নামে একটি সাড়া জাগানো ভাইরাস প্রতিবছর ২৬ এপ্রিল সক্রিয় হয়ে কম্পিউটার হার্ডডিস্ককে ফরম্যাট করে ফেলতো।
প্রশ্ন-১৫. ভাইরাস কী? মানব ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মধ্যে সাদৃশ লিখো।
উত্তর: ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। যা কম্পিউটারে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে কাজের বিঘ্ন ঘটায়। মানব ভাইরাস হলো এক ধরনের জীবাণু। যা প্রাণী বা মানুষের দেহে প্রবেশ করে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। যেমন- বার্ড-ফ্লু, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা। এসকল ভাইরাস ছোয়াচে যা এক মানব দেহ থেকে অন্য দেহে সহজেই সংক্রমিত করতে পারে। অপরদিকে কম্পিউটার ভাইরাস হলো ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারের সিকিউরিটি ও অপারেটিং সিস্টেমকে বিকল করে দেয়। মানব ভাইরাস যেমন মানবদেহে রোগ সৃষ্টি করে তদ্রূপ কম্পিউটার ভাইরাসও কম্পিউটারের বিভিন্ন ক্ষতি করে থাকে।
প্রশ্ন-১৬. কিভাবে ঝুঁকিমুক্তভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করতে পারবো?
উত্তর: বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে অনেক সহজ করলেও দিন দিন এটির ব্যবহার ঝুঁকিপূর্ণ হচ্ছে। কেননা, ভার্চুয়াল নেটওয়ার্কে অনেক অসাধু ব্যবহারকারী থাকেন, যারা অন্যের প্রযুক্তির নিরাপত্তার ব্যাঘাত ঘটায়। সুতরাং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ঝুঁকিমুক্ত রাখতে ব্যবহারকারীকে অনেক সতর্ক হতে হবে। বিশেষ করে সোসাল নেটওয়ার্কিং সাইট (ফেসবুক, টুইটার) ব্যবহার করার সময় প্রকৃত ব্যক্তি শনাক্ত করে সামাজিক যোগাযোগ বিনিময় করতে হবে। কেননা, অনেক ব্যবহারকারী রয়েছে যারা নিজের প্রকৃত পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করে থাকে। অপরিচিত ব্যক্তিকে নিজের ই-মেইল রা ফেসবুক একাউন্টের তথ্য যেমন— বয়স, জন্ম তারিখ, গোপন তথ্য, পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব নেটওয়ার্কে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডের পাশাপাশি ক্যাপচা পদ্ধতি ব্যবহার করে বোরট ও মানুষকে আলাদা করার ব্যবস্থা করে আরো ঝুঁকিমুক্ত রাখা যায়। এভাবেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ঝুঁকিমুক্ত করা যায়।
প্রশ্ন-১৭. অনলাইন পরিচয়ে নিজেকে নিরাপদ রাখতে করণীয়সমূহ লেখো।
অথবা, অনলাইন পরিচয়ে নিরাপত্তা রক্ষার্থে কী কী পদক্ষেপ নেওয়া যায়? লেখো।
উত্তর: অনলাইন হচ্ছে ভার্চুয়াল জগৎ। এখানে কেউ কাউকে সরাসরি দেখতে পায়না বিধায় অনেক কিছু গোপন থাকে। তাই অনলাইন পরিচয় হওয়ার পর নিরাপত্তা রক্ষার্থে যে পদক্ষেপ বা করণীয় তা নিম্নে লেখা হলো:
১. সবসময় নিজের ব্যক্তিগত তথ্য যেমন- মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি গোপন রাখা।
২. অনলাইনে অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে, যাচাই বাচাই করে নিতে হবে। একেবারে অপরিচিত এবং ছন্দ পরিচয়ধারী কাউকে বিশ্বাস না করাই ভালো।
৩. নিজের ব্যক্তিগত ই-মেইল আইডি দিয়ে যখন সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করবো তখন অপরিচিত বা কোনো ব্যক্তির সাথে পরিচয়ে সতর্ক থাকবো।
৪. সবসময় পরিচিত ব্যক্তিদের সাথে অনলাইন যোগাযোগের চেষ্টা করবো।
৫. অপরিচিত ব্যক্তির সাথে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহীমূলক কথাবার্তা বলা যাবে না।
৬. যদি প্রকৃত ব্যক্তিকে শণাক্ত করা না যায় তবে তাকে সন্দেহভাজন তালিকায় রাখাটাই শ্রেয়।
প্রশ্ন-১৮. হ্যাকার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো।
অথবা, কম্পিউটার হ্যাকিং কী? এটিকে অপরাধ হিসেবে গণ্য করা হয় কেন?
উত্তর: হ্যাকিং বলতে বোঝানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহাকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা। যারা এই কাজ করে থাকে তাদেরকে বলা হয় কম্পিউটার হ্যাকার বা ক্র্যাকার। নানাবিধ কারণে একজন হ্যাকার অন্যের কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে। এর মধ্যে টাকা আয়, প্রতিবাদ কিংবা চ্যালেঞ্জ করার বিষয়ও রয়েছে। তবে অনেক কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞগণ হ্যাকারদের অসৎ অনুপ্রবেশকারী বলতে চান না। তারা অসৎ উদ্দেশ্য অনুপ্রবেশকারীদের ক্র্যাকার হিসাবে চিহ্নিত করতে পছন্দ করেন। তবে বিশ্বব্যাপী কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ওয়েবসাইটে বিনা অনুমতিতে অনুপ্রবেশকারীকে সাধারণভাবে হ্যাকারাই বলা হয়ে থাকে। বাংলাদেশে এটি অপরাধ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত ২০০৯) অনুসারে হ্যাকিংয়ের জন্য ৩ থেকে ৭ বছর করাদণ্ডের বিধান রয়েছে।
স্কুলের পরিক্ষায় আসা ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায় এর সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-১৯. পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কী কী করা উচিত?
অথবা, পাসওয়ার্ড কী? পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার কৌশলগুলো ব্যাখ্যা কর।
উত্তর: অনলাইন নেটওয়ার্ক সিস্টেমে বা কোনো ডিভাইসে প্রবেশের সময় ব্যবহারকারীর পরিচয় যাচাই করার জন্য যে বিশেষ বা গোপনীয় শব্দ/বর্ণ, চিহ্ন অক্ষরের সমষ্টি ব্যবহৃত হয় তাকে Password বলে। আমরা দৈনন্দিন জীবনে যে সকল পাসওয়ার্ড ব্যবহার করি তার গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরী। নিচে পাসওয়ার্ড রক্ষা করার কৌশল ব্যাখ্যা করা হলো-
- সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা।
- বিভিন্ন ধরনের ছোট এবং বড় হাতের বর্ণ ব্যবহার করা। যেমন- z26alSalr18al@mayeenul
- শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীকের সমন্বয়ে গঠিত জটিল পাসওয়ার্ড ব্যবহার করা।
- অনলাইনে পাসওয়ার্ডের শক্তিমাত্রা যাচাই করা। শক্তিমাত্রা কম হলে তা বাড়িয়ে নেওয়া।
- সাইবার ক্যাফে বা অন্য কোনো প্রতিষ্ঠানে সিস্টেম ব্যবহার করলে এ আসন ত্যাগের পূর্বে সংশ্লিষ্ট সাইট থেকে লগ আউট করা।
- lastpass, keepass ইত্যাদি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা।
- নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা।
প্রশ্ন-২০. এন্টি-ভাইরাস কী? ম্যালওয়্যার ভাইরাস ও হ্যাকিং সম্পর্কে তুলনামূলক আলোচনা করো।
উত্তর: কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে সকল প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে এন্টি- ম্যালওয়্যার বা এন্টি-ভাইরাস বলে। ম্যালওয়্যার ভাইরাস ও হ্যাকিং উভয় মানুষ কর্তৃক সৃষ্টি এবং এক ধরনের অপরাধমূলক কাজ। নিম্নে এদের তুলনামূলক আলোচনা করা হলো:
ম্যালিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে ম্যালওয়্যার বলা হয়। ম্যালওয়্যার এক ধরনের ভাইরাস। যা কিনা সফটওয়্যারকে কাঙ্ক্ষিত কর্মসম্পাদনের বাধার সৃষ্টি করে। এ বাধা অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার উভয়ের জন্য হতে পারে। শুধু বাধার সৃষ্টি করে তা নয়, কোনো কোনো ম্যালওয়্যার ভাইরাস কম্পিউটারের রক্ষিত তথ্য চুরি করে। এ রূপ এক ধরনের ভাইরাস হচ্ছে ট্রোজান হর্স। ট্রোজান হর্স ব্যবহারকারীর অজান্তে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের ক্ষতি সাধান বা তথ্য চুরি করে। অনেক অসৎ প্রোগ্রামার থাকেন যারা এই ধরনের ক্ষতিকর প্রোগ্রাম তৈরি করে অন্যের সিস্টেমের ক্ষতি করেন। এটি এক ধরনের অপরাধ।
অপরদিকে হ্যাকিং বলতে বোঝায় কর্তৃপক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেমে বা নেটওয়ার্কে প্রবেশ করে। যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা হয়। হ্যাকাররা সাধারণত হ্যাকিং করার জন্য বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রোগ্রাম তৈরি করে থাকেন। এ ক্ষতিকর প্রোগ্রামগুলো ভাইরাসের মতো আচরণ করে সিস্টেমের তথ্য চুরি করতে হ্যাকারকে সহায়তা প্রদান করে। এভাবে একজন হ্যাকার ধীরে ধীরে অন্যের সিস্টেমের তথ্য জেনে সিস্টেম’হ্যাক করে। যেহেতু এটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাই হ্যাকিংও অপরাধমূলক কাজ।
প্রশ্ন-২১. বিভিন্ন প্রকার হ্যাকার সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো।
উত্তর: বিভিন্ন প্রকার হ্যাকার সম্প্রদায় হলো-
১. হোয়াইট হ্যাট হ্যাকার, ২. ব্ল্যাক হ্যাট হ্যাকার, ৩. গ্রে হ্যাট হ্যাকার।
১. হোয়াইট হ্যাট হ্যাকার: যে সকল হ্যাকার কোনো সিস্টেমের উন্নতির জন্য উক্ত সিস্টেমের নিরাপত্তা ত্রুটিসমূহ খুঁজে বের করে তাকে এথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার বলে।
২. ব্ল্যাক হ্যাট হ্যাকার: ব্ল্যাক হ্যাট হ্যাকারের কাজ হচ্ছে অবৈধভাবে কোনো ব্যবহারকারীর কম্পিউটার সিস্টেমে বা নেটওয়ার্কে প্রবেশ করে অসৎ উদ্দেশ্য সাধন করা।
৩. গ্রে হ্যাট হ্যাকার: গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে হোয়াট হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি পর্যায়ভুক্ত। এই ধরনের হ্যাকাররা কখনও হ্যাকিং করে ভালো করার উদ্দেশ্যে আবার কখনও কখনও হ্যাকিং করে থাকে ব্যবহারকারীর ক্ষতিসাধন করার উদ্দেশ্যে।
প্রশ্ন-২২. সাইবার অপরাধ কী? “অপরাধীরা সাইবার অপরাধ করার জন্য নিত্যনতুন পথ আবিষ্কার করে যাচ্ছে” বিশ্লেষণ কর।
উত্তর: তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যে অপরাধসমূহ হয় তাকে বলা হয় সাইবার অপরাধ। যারা সাইবার অপরাধ করে তারা অপরাধী হিসেবে চিহ্নিত। সাইরাব অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে সাইবার অপরাধ করে থাকে। সাইবার অপরাধীরা সাইবার অপরাধ করার জন্য নিত্যনতুন পথ .‘আবিষ্কার করেন সেগুলো নিম্নে বিশ্লেষণ করা হলো-
স্প্যাম: স্প্যাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয়, উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেইল, যেগুলো প্রতি মুহূর্তে পাঠানো হচ্ছে। স্প্যামের আঘাত থেকে রক্ষা করার জন্য নানা ধরনের ব্যবস্থা নিতে গিয়ে সবার অনেক সময় এবং সম্পদের অপচয় হয়।
প্রতারণা: সাইবার অপরাধের একটি বড় অংশ হচ্ছে প্রতারণা। ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করা হয়।
আপত্তিকর তথ্য প্রকাশ: অনেক সময়েই ইন্টারনেটে কোনো মানুষ সম্পর্কে ভুল কিংবা আপত্তিকর তথ্য প্রকাশ করে দেওয়া হয়। আপত্তিকর তথ্য প্রকাশ করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করায় বাংলাদেশে কয়েকবার ইন্টারনেটে ফেসবুক বা ইউটিউবের মতো জনপ্রিয় সেবা বন্ধ রাখতে হয়েছিল।
🔆🔆 আরও দেখুন: ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায়
🔆🔆 আরও দেখুন: ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায়
🔆🔆 আরও দেখুন: ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪র্থ অধ্যায়
আশাকরি “৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায়” নিয়ে লেখা আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YouTube চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন কোর্সমেলা ফেসবুক পেজে।