|

৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায়: আপনি কি ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায় এর প্রশ্নোত্তর খুজতেছেন কিন্তু পাচ্ছেন না। আজকের আর্টিকেল টি আপনাদের জন্য। আজকের আর্টিকেলে ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায় এর সকল প্রশ্নোত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন-১. ক্লায়েন্ট বলতে কী বুঝ?
উত্তর: ক্লায়েন্ট (Client) একটা ইংরেজি শব্দ। কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয়, তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটার অর্থ মোটামুটি সেরকম। যে সব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেমন- কোন কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই- মেইল পাঠানো হবে। তাহলে সেই কম্পিউটার হবে ক্লায়েন্ট। নেটওয়ার্কের যে কম্পিউটারটি “ই-মেইল পাঠানোর কাজটুকু করে দেবে সেটা হবে সার্ভার”— এক্ষেত্রে ই-মেইল সার্ভার। নেটওয়ার্কের বিভিন্ন অংশকে সহজে চিহ্নিত করার জন্যই এই নামকরণগুলো করা হয়েছে।

প্রশ্ন-২. রিসোর্স বলতে কী বুঝ?
উত্তর: একটি কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবই হচ্ছে রিসোর্স। একটা কম্পিউটারের সাথে যদি একটা প্রিন্টার কিংবা একটা ফ্যাক্স লাগানো হয় সেটা হচ্ছে রিসোর্স। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটা ছবি আঁকার সফটওয়ার ব্যবহার করে সেটাও রিসোর্স। যারা নেটওয়ার্ক ব্যবহার করে, তারা শুধু যে রিসোর্স গ্রহণ করে তা নয়, কারো কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে এবং সেটা যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরাও ব্যবহার করতে থাকে তাহলে তার কম্পিউটারও একটা রিসোর্স হয়ে যাবে।

প্রশ্ন-৩. সার্ভার কম্পিউটার বলতে কী বুঝ?
উত্তর: যে serve করে তাকেই সার্ভার বলা হয়। সার্ভার হচ্ছে একধরনের কম্পিউটার যা আকারে বড় এবং উচ্চক্ষমতাসম্পন্ন। যে কোনো নেটওয়ার্কে অবস্থিত হাজার হাজার কম্পিউটারকে নিয়ন্ত্রণ করার জন্য সার্ভার কম্পিউটার ব্যবহার করা হয়। সার্ভার কম্পিউটার তার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সকল কম্পিউটারকে বিভিন্ন রকম সেবা দিয়ে থাকে। প্রয়োজনে নেটওয়ার্কে কম্পিউটার সংযোজন বা বিয়োজন করতে পারে। একটি নেটওয়ার্কে কম্পিউটারের পরিমাণ বেশি হলে একাধিক সার্ভার কম্পিউটার ব্যবহৃত হতে পারে। সার্ভার কম্পিউটার নিয়ন্ত্রণ করার জন্য দক্ষলোকের প্রয়োজন হয়।

প্রশ্ন-৪. প্রটোকল বলতে কী বুঝ?
উত্তর: প্রটোকল কম্পিউটার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি ছাড়া একটি সফল কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা অসম্ভব। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে এক সাথে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান-প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করেন তারা আগে থেকেই ঠিক করে নেন, ঠিক কোন ভাষায়, কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলোই হচ্ছে প্রটোকল।

প্রশ্ন-৫. MAN কী? স্টার টপোলজির সুবিধা ও অসুবিধা লিখ।
উত্তর: MAN এর পূর্ণরূপ Metropolitan Area Network। একটি নির্দিষ্ট অঞ্চল বা শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে MAN বলে।
স্টার টপোলজির সুবিধা:
১. খুব তাড়াতাড়ি সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা যায়।
২. কেন্দ্রিয় ডিভাইস হিসেবে সুইচ/হাব ব্যবহারের ফলে দ্রুত এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা আদান-প্রদান করা যায়।
৩. এ টপোলজির কোনো একটি কম্পিউটার নষ্ট হলেও অন্য সব কম্পিউটার নেটওয়ার্কে সচল থাকে।
স্টার টপোলজির অসুবিধা:
১. এ টপোলজির কেন্দ্রিয় ডিভাইস হাব/সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়বে।
২. স্টার টপোলজিতে অধিক ক্যাবল লাগে।

প্রশ্ন-৬. কম্পিউটারের অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে কি কি ভাগে ভাগ করা যায়? সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর: কম্পিউটারের অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়-
PAN: PAN-এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network। ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় PAN। যেমন- ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।
LAN: LAN এর পূর্ণরূপ হলো Local Area Network একই ভবনের বা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক তৈরি হয় তাকেইলোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। যেমন- ঢাকা কলেজের নেটওয়ার্কটি LAN.

MAN: MAN-এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network সচরাচর একটি নির্দিষ্ট অঞ্চল বা শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে MAN বলা হয়। অর্থাৎ একাধিক LAN নেটওয়ার্কের সমন্বয়েও MAN নেটওয়ার্ক তৈরি হয়।
WAN: WAN-এর পূর্ণরুপ হচ্ছে Wide Area Network i দেশজুড়ে বা পৃথিবীজুড়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলা হয় ওয়াইড-এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ MAN নেটওয়ার্কের সমষ্টিকে WAN নেটওয়ার্ক বলে। যেমন– World Wide Web (www), ইন্টারনেট ইত্যাদি।

বোর্ড পরিক্ষায় আসা ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায় এর সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন-৭. টপোলজি বলতে কী বুঝ? সংক্ষেপে লেখ।
উত্তর: কম্পিউটারসমূহের মধ্যে নেটওয়ার্ক থাকলে তাদের মধ্যে তথ্য বিনিময় বা আদান-প্রদান করা যায়। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো একটি আরেকটির হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স শেয়ার বা ব্যবহার করতে পারে। তবে সবকিছুর জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কম্পিউটারসমূহের একটির সাথে অন্যটির সংযুক্তির বিষয়টি। কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারসমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতিকে টপোলজি বলে। নেটওয়ার্কে কম্পিউটারগুলো কীভাবে সংযুক্ত আছে। ক্যাবল কীভাবে একটি আরেকটির সাথে যুক্ত আছে। এটিই টপোলজির মূল বিষয়।

প্রশ্ন-৮. কম্পিউটার নেটওয়ার্ক কী? বাস ও স্টার টপোলজির সুবিধা ও অসুবিধা লিখ।
উত্তর: দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে তাদের মধ্যে তথ্য কিংবা উপাত্ত আদান- প্রদান করতে পারে, তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।
বাস টপোলজির সুবিধা:
১. এ টপোলজির কম্পিউটারগুলো একটি মূল ব্যাকবোন ক্যাবলের সাহায্যে যুক্ত থাকে।
২. ব্যয়ভার খরচ কম।
বাস টপোলজির অসুবিধা:
১. মূল বাস/ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজো হয়ে যায়।

স্টার টপোলজির সুবিধা:
১. খুব তাড়াতাড়ি সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা যায়।
২. কেন্দ্রিয় ডিভাইস হিসেবে সুইচ/হাব ব্যবহারের ফলে দ্রুত এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা আদান-প্রদান করা যায়। এ টপোলজির কোনো একটি কম্পিউটার নষ্ট হলেও অন্য সব কম্পিউটার নেটওয়ার্কে সচল থাকে।
স্টার টপোলজির অসুবিধা:
১. এ টপোলজির কেন্দ্রিয় ডিভাইস হাব/সুইচ নস্ট হলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়বে।
২. স্টার টপোলজিতে অধিক ক্যাবল লাগে।

প্রশ্ন-৯. নেটওয়ার্ক ব্যবহারে কোন টপোলজি অধিক সুবিধাজনক? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: কম্পিউটার নেটওয়ার্ক গঠনের জন্য বিভিন্ন ধরনের টপোলজি রয়েছে যেমন- বাস, রিং, স্টার, ট্রি ও মেশ টপোলজি। এগুলোর মধ্যে স্টার টপোলজি অধিক সুবিধাজনক। কারণ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে স্টার টপোলজি ব্যবহার করে। কেননা, এর মাধ্যমে কেন্দ্রিয় কম্পিউটারের মাধ্যমে অন্যান্য সকল কম্পিউটারকে নিয়ন্ত্রণ করা যায়। স্টার টপোলজির নেটওয়ার্কের সকল কম্পিউটার একটি কেন্দ্রিয় হাব/সুইচ এর সাথে যুক্ত থাকে। কেন্দ্রিয় হাব/সুইচকে সাভার কম্পিউটারের সাথে সংযুক্ত করা যায়। ফলে নেটওয়ার্কে নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ সহজ হয়। তাছাড়া দ্রুত গতিতে নির্দিষ্ট কম্পিউটারের সাথে তথ্য/ফাইল আদান-প্রদান করা যায়। যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয় সেক্ষেত্রে অন্য সব কম্পিউটারের ওপর কোনো প্রভাব পড়ে না। এ কারণে এর ব্যবহার অধিক ও জনপ্রিয়। এ সকল সুবিধার কারণে স্টার টপোলজি অধিক সুবিধাজনক।

প্রশ্ন-১০. কোন সফটওয়্যারের জন্য প্রত্যেকটি আলাদা কম্পিউটার প্রয়োজন হয় না কেন?
উত্তর: সার্ভারে রাখা সফটওয়্যারটির জন্য আলাদা কম্পিউটারের প্রয়োজন হয় না। কারণ, একটি মূল কম্পিউটার বা সার্ভারে রাখা সফটওয়্যারটি রিসোর্স হিসেবে ব্যবহত হয়। যা নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটার ব্যবহার করতে পারে। কাজেই প্রতিটি কম্পিউটারের জন্য আলাদাভাবে একই সফটওয়্যার না কিনেই একটি মাত্র সফটওয়্যার কিনে নেটওয়ার্কের সার্ভারে রেখে ব্যবহার করা যায়। এতে ব্যয়ও কম হয়।

প্রশ্ন-১১. ক্লাউড কম্পিউটিং কী? “ইন্টারনেটের একটি জনপ্রিয় সেবা ড্রপবক্স”—উক্তিটির আলোকে মতামত দাও।
উত্তর: ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত রিসোর্স ব্যবহারের বিশেষ সেবাকে ক্লাউড কম্পিউটিং বলে। ইন্টারনেটের জনপ্রিয় সেবা ড্রপবক্স: ড্রপবক্স এক ধরনের, ক্লাউড কম্পিউটিং সেবা। বর্তমানে এটি বেশ জনপ্রিয়। কারণ, বাস্তব জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কাজে অনেক গুরুত্বপূর্ণ তথ্য/নথিপত্রের প্রয়োজন হয়। কিন্তু সেগুলো নিজের কাছে সব সময় তা বহন করা কষ্টকর। একজন মানুষ তার ব্যক্তিগত তথ্য/নথিপত্র নিজের কাজে না রেখে ইন্টারনেটের কোনো এক মাধ্যমে রেখে দিতে পারে। প্রয়োজনে যেকোনো সময় পৃথিবীর যেকোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারে। এরকম ব্যবস্থাকে বলে ড্রপবক্স। ড্রপবক্সের কারণে সময় ও শ্রম লাঘব হয়। এ কারণেই ড্রপবক্স একটি জনপ্রিয় সেবা।

প্রশ্ন-১২. ড্রপবক্স সম্পর্কে লেখ।
উত্তর: নেটওয়ার্কের অন্য ব্যবহারটি হচ্ছে তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সকল প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। এক সময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটারেই আলাদাভাবে রাখার প্রয়োজন হতো। এখন আর সেটি রাখতে হয় না। একটি মূল কম্পিউটার বা সার্ভারে সেটি রাখা হয় এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য সব কম্পিউটার সার্ভারে রাখা সেই সফটওয়্যার ব্যবহার করে। কাজেই ব্যক্তিগতভাবে একজন মানুষ কোনো মূল্যবান সফটওয়্যার না কিনেই ব্যবহার করতে পারে তা নয়, একজন মানুষ তার ব্যক্তিগত সবকিছুই নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে। যেকোনো সময় পৃথিবীর যেকোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারে, সেরকম ব্যবস্থাও করা হয়েছে। এরকম একটি জনপ্রিয় সেবার নাম ড্রপবক্স (Dropbox)। এখানে যে কেউ অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টে প্রয়োজনীয় তথ্য রাখতে পারে।

প্রশ্ন-১৩. ক্লাউড কম্পিউটিং কী?
উত্তর: ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি তাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটি একটি বিশেষ পরিসেবা। এখানে “ক্লাউড” বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে বোঝানো হয়। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের মাধ্যমে ‘ক্লাউড’ প্রদত্ত সেবাসমূহ ভোগ করা যায়। আমরা hotmail, yahoo, gmail প্রভৃতি ব্যবহার করে যে ই-মেইল আদান-প্রদান করে থাকি তা আসলে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করেই করা হয়।

স্কুলের পরিক্ষায় আসা ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায় এর সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন-১৪. সামাজিক নেটওয়ার্ক কী? সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফল এবং কুফলগুলো কী কী?
উত্তর: সামাজিক নেটওয়ার্ক বলতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে বোঝায়। এ মুহূর্তে পৃথিবীর জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মধ্যে রয়েছে ও টুইটার। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফলের পাশাপাশি কুফলও রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো:

সুফলগুলো:
১. মানুসের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধি।
২. সামাজিক নেটওয়ার্কে একে অন্যের সঙ্গে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করতে পারবে।
৩. ই-মেইল পাঠাতে পারে বা গ্রহণ করতে পারে, মেসেজ দেওয়া- নেওয়া করতে পারে।
৪. এর মাধ্যমে ভিডিও চ্যাট করার ব্যবস্থা আছে।

কুফলগুলো:
১. অধিক পরিমাণে সামাজিক নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা সত্যিকারের যোগাযোগের অনুভূতিকে কমিয়ে দিচ্ছে। এর ব্যবহারকারীরা একেই সত্যিকারের সম্পর্ক ভাবতে শুরু করেছে।
২. বাইরে ঘুরে বেড়ানো, খেলাধুলা, মানুষের সঙ্গে মেলামেশার দক্ষতা ও ইচ্ছা কমে যাচ্ছে। এর ফলে মানসিকভাবে হতাশায় ভোগার সম্ভাবনাও দেখা দিতে পারে।

প্রশ্ন-১৫. সামাজিক নেটওয়ার্ক সম্পর্কে বর্ণনা করো।
উত্তর: সামাজিক নেটওয়ার্ক হলো ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ। নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে পৃথিবীর অন্যান্য ইন্টারনেট ব্যবহাকারীদের সাথে যোগাযোগ করতে পারি। নিজেদের মধ্যে ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ ফাইল ও বিভিন্ন লিংকসহ আরও অনেক কিছু শেয়ার করতে পারি। এই কমিউনিটি নেটওয়ার্কগুলো পুরোপুরি ফ্রি কিন্তু সেগুলো ব্যবহার করার আগে রেজিস্ট্রেশন করতে হয়। বর্তমান বিশ্বে সামাজিক নেটওয়ার্কের প্রভাব অত্যন্ত বেশি। এখানে সমমনা লোকজন অনেকের সাথে বিভিন্ন লিংক ও নানান তথ্য শেয়ারের মাধ্যমে সচেতনা বৃদ্ধি ও একত্রিত হতে পারে। এ মুহূর্তে পৃথিবীর জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মাঝে রয়েছে ফেসবুক ও টুইটার।

প্রশ্ন-১৬. হাব কীভাবে কাজ করে? ব্যাখ্যা করো।
উত্তর: নেটওয়ার্কে সংযুক্ত হাব ঐ নেটওয়ার্কের তথ্য ও উপাত্তসমূহকে নেটওয়ার্কের সকল কম্পিউটারে স্থানান্তরের সুযোগ করে দেয়। হাবের মধ্য দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। এক কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ঐ তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হলো, তাকেও হাব আবার ঐ তথ্য পাঠিয়ে দেয়। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। বর্তমানে কম গতি ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার অনেক কমে গেছে। তবুও স্বল্পমূল্যের কারণে অনেক প্রতিষ্ঠানই ছোট নেটওয়ার্ক গঠনের জন্য হাব ব্যবহার করে।

প্রশ্ন-১৭. সুইচ কাকে বলে?
উত্তর: সুইচ হলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট ডিভাইস বা যন্ত্র। বর্তমানে যেকোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে কিন্তু হাব তা পারে না। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যেকোনো আইসিটি যন্ত্র (Node) সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডাটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই উপাত্ত পাঠায়।

প্রশ্ন-১৮. সুইচ কীভাবে কাজ করে?
উত্তর: সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একট করে ঠিকানা বরাদ্দ করে এবং ঐ ঠিকানা অনুযায়ী তথ্যের আদান-প্রদান করে। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডাটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এ বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় MAC address নামে ডাকা হয়। আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। এজন্য নেটওয়ার্কে তৈরিতে সুইচই এখন সবার পছন্দ।

প্রশ্ন-১৯. MAC address বলতে কী বুঝ?
উত্তর: MAC কে Media Access control বলা হয়। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটারের ঠিকানায় উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এ বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় MAC address নামে ডাকা হয়। একেই MAC address বলা হয়। এটি প্রতিটি কম্পিউটারে আগে থেকে built- in অবস্থায় থাকে।

প্রশ্ন-২০. রাউটার কাকে বলে?
উত্তর: এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিতে বলে রাউটিং। যে ডিভাইস রাউটিং-এর কাজ করে তাকে রাউটার বলে। রাউটার (Router) শব্দটি এসেছে ‘Route শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, যা হার্ডওয়ার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে।

প্রশ্ন-২১. রাউটার কীভাবে কাজ করে? ব্যাখ্যা করো।
উত্তর: রাউটার এর প্রধান কাজ ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। ধরা যাক, অস্ট্রেলিয়ায় অবস্থিত কেউ বন্ধুকে ই-মেইলের মাধ্যমে তার একটি ছবি পাঠাতে চায়। ছবিটি কয়েকটি ডাটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে তার বন্ধুর কম্পিউটারে পৌছাবে। প্রতিটি ডাটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত, তাই বিভিন্ন ডাটা প্যাকেট ‘বিভিন্ন পথে গন্তব্যে পৌছাতে পারে। একটি ডাটা প্যাকেট কোনো একটি রাউটারে পৌছালে পরবর্তী কোন পথে অগ্রসর হলে ডাটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌছাবে তার পথনির্দেশ দেয় ঐ রাউটার। রাউটারের মধ্যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা দেয়া থাকে, ফলে এটি এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে সংক্ষিপ্ততম পথ খুঁজে বের করে।

প্রশ্ন-২২. ‘মডেম সম্পর্কে আলোচনা করো।
অথবা, মডেম কী? মডেমের কাজ বর্ণনা কর।
উত্তর: সাধারণত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। Modulator-এর গড় এবং Demodulator হতে Dem-এই অংশ দুটির সমন্বয়ে Modem শব্দটি তৈরি হয়েছে। মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন (wireless) প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে। এটি কম্পিউটারের ভেতরেও থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য বহনকারী সিগনাল দরকার হয়। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র (Network device), যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে এনালগ সিগনালে রূপান্তরিত করে Modulator Netowork কে প্রেরণ করে। আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে পরিণত করে (Demodulation) কম্পিউটারে প্রেরণ করে। মডেম কম্পিউটার ও নেটওয়ার্কের সংযোগস্থলে অবস্থান করে।


🔆🔆 আরও দেখুন: ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায়
🔆🔆 আরও দেখুন: ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪র্থ অধ্যায়


প্রশ্ন-২৩. দ্যান কার্ড সম্পর্কে আলোচনা করো?
উত্তর: দুটো বা অধিকসংখ্যক কম্পিউটারকে এক সাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয়, তা হলো ল্যান কার্ড। অর্থাৎ আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, তবে অবশ্যই ল্যান কার্ডের প্রয়োজন হবে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। এক্ষেত্রে ল্যান কার্ডের ভূমিকা ইন্টারপ্রেটারের। বর্তমানে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপ বা আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথেই ল্যান কার্ড সংযুক্ত অবস্থায় থাকে। তারপরও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয়। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুবই সাধারণ। আধুনিক অফিসগুলোতে তারবিহীন ল্যান কার্ডই এখন সবার পছন্দ।

প্রশ্ন-২৪. নেটওয়ার্কিং-এর ক্ষেত্রে মডেম ও ল্যান কার্ডের কার্যকারিতা সংক্ষেপে বর্ণনা করো।
অথবা, নেটওয়ার্ক সংশ্লিষ্ট দুইটি যন্ত্রের বর্ণনা দাও।
উত্তর: কম্পিউটার নেটওয়ার্কিং- এর ক্ষেত্রে মডেম ও ল্যান কার্ডের কার্যকারিতার কমবেশি গুরুত্ব রয়েছে। নিম্নে এদের কার্যকারিতা বর্ণনা করা হলো : ল্যান কার্ডকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) বলা হয়। এটি প্রতিটি কম্পিউটারে মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। এর সাহায্যে কম্পিউটার সমূহের মধ্যে সোজাসুজি নেটওয়ার্ক জুড়িয়ে দিয়ে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদান করে।

অর্থাৎ নেটওয়ার্ক গড়ে তুলতে ল্যান কার্ডের কার্যকারিতা অনেক গুরুত্বপূর্ণ। অপরপক্ষে, মডেম হলো ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র Modulator-এর Mo এবং Demodulator এর Dem এই অংশ দুটির সমন্বয়ে Modem শব্দটি তৈরি হয়েছে। কাজেই মডেম একটি তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি। কাজেই এ প্রযুক্তি কম্পিউটারে যুক্ত করে ইন্টারনেট সেবা আদান-প্রদান করতে পারি। অর্থাৎ এর মূল কাজ হলো কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে রূপান্তর করে Network-এ প্রেরণ করে। আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগনালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। এভাবেই মডেম নেটওয়ার্কিং-এ তার কার্যক্রম করে থাকে।

প্রশ্ন-২৫. অপটিক্যাল ফাইবার কী?
উত্তর: অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। এর মধ্যদিয়ে আলোক সিগন্যাল পাঠানো যায়। এক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে পাঠানো হয়।

প্রশ্ন-২৬. SEA-ME-WE-4 কী? স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া ও এক্ষেত্রে সমস্যাসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: SEA-ME-WE-4 হচ্ছে বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবলের নাম । সাবমেরিন ক্যাবলকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলা হয়। স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়ায় দুটি সমস্যা রয়েছে। প্রথম সমস্যাটি হচ্ছে-যেহেতু স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে তাই সেখানে সিগনাল পাঠানোর জন্য অনেক বড় এন্টেনার দরকার হয়। দ্বিতীয় সমস্যাটি একটু বিচিত্র। পৃথিবী থেকে যে সিগনাল পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগনাল। ওয়্যারলেস সিগনাল দ্রুত বেগে গেলেও এই বিশাল দুরত্ব অতিক্রম করতে একটু সময় লাগে। তাই অনেক সময় টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে না শুনে একটু পরে শোনা যায়।

প্রশ্ন-২৭. টীকা লিখ: ফায়ারওয়াল মডেম। 
উত্তর: ফায়ারওয়াল: প্রত্যেকটি কম্পিউটার বা নেটওয়ার্কে. নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন সেই নিরাপত্তার দেয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়। নিরাপত্তার এ অদৃশ্য দেয়ালকে ফায়ারওয়াল বলা হয়। মডেম: সাধারণত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। Modulator-এর Mo এবং Demodulator হতে Dem-এই অংশ দুটির সমন্বয়ে Modem শব্দটি তৈরি হয়েছে। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র (Network device), যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে এনালগ সিগনালে রূপান্তরিত করে Modulator Netowork কে প্রেরণ করে। আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে পরিণত (Demodulation) কম্পিউটারে প্রেরণ করে। মডেম কম্পিউটার ও নেটওয়ার্কের সংযোগস্থলে অবস্থান করে।


আশাকরি “৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায়” নিয়ে লেখা আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YouTube চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন কোর্সমেলা ফেসবুক পেজে।