ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায়: তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যে অপরাধসমূহ করা হয় তাদের আমরা সাইবার অপরাধ বলি। সাধারণত সাইবার অপরাধ হলো যেকোনো ধরনের অনৈতিক কাজ, যার মাধ্যম বা টার্গেট হলো কম্পিউটার ও ইলেকট্রনিক ডিভাইস।
সাইবার অপরাধীরা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বব্যাপি সাইবার অপরাধ সংঘটিত করে। তথ্য চুরি, তথ্য বিকৃতি, ব্ল্যাকমেইল, অর্থ চুরি ইত্যাদি অপরাধ করা হয় সাইবার অপরাধে। এই শিখন অভিজ্ঞতায় আমরা সাইবার অপরাধে সামাজিক ও আইনগত দিক পর্যালোচনা করে নিজেদের নীতিগত অবস্থান নির্ধারণ করতে পারব।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-১. সাইবার স্পেস কী?
উত্তর: ইন্টারনেটের ভার্চুয়াল জগৎকে সাইবার স্পেস বলে।
প্রশ্ন-২. সাইবার বুলিং কী?
উত্তর: ইন্টারনেটে অন্যকে গালমন্দ করা বা তার ছবি বা বক্তব্য নিয়ে কটূক্তি করা হলো সাইবার বুলিং।
প্রশ্ন-৩. ডিজিটাল অপরাধ কী?
উত্তর: ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে অপরাধ সংঘটিত হয়, সেটিই ডিজিটাল অপরাধ।
প্রশ্ন-৪. পাসওয়ার্ড কী?
উত্তর: অনলাইনে গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা ব্যবহার করা হয়, সেটিই পাসওয়ার্ড। এটি মূলত ব্যবহারকারীর পরিচয় অথবা প্রবেশ অনুমোদন যাচাইয়ের একটি পদ্ধতি।
প্রশ্ন-৫. কয়েকটি সাইবার অপরাধের নাম বল?
উত্তর: সাইবার অপরাধগুলো হলো- ক্ষতিকর ভাইরাস, স্প্যামিং, স্পুফিং ও স্লিফিং, ফিশিং হ্যাকিং, সাইবার আক্রমণ, সাইবার চুরি, সফটওয়্যার পাইরেসি, প্লেজিয়ারিজম।
প্রশ্ন-৬. গুজব কী?
উত্তর: কোনো ঘটনার প্রকৃত সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করাকে গুজব বলে।
প্রশ্ন-৭. সাইবার নিরাপত্তা কী?
উত্তর: অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিজের সিস্টেমকে সুরক্ষা করাই হলো সাইবার নিরাপত্তা।
প্রশ্ন-৮. সাইবার নিরাপত্তা নীতিমালা কী?
উত্তর: অনলাইনে যে নিয়ম-কানুন মেনে চললে সাইবার আক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়, সেগুলোই সাইবার নিরাপত্তা নীতিমালা।
প্রশ্ন-৯. সাইবার সচেতনতা কী?
উত্তর: সাইবার অপরাধ সম্পর্কে জানা, কোনগুলো সাইবার অপরাধ তা জানা এবং কীভাবে সাইবারে নিজের সুরক্ষা করা যায় সেটিই সাইবার সচেতনতা।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় বড় প্রশ্ন
১. মনে করো তুমি ফেসবুকে একটি বিষয় নিয়ে পোস্ট দিয়েছো। কেউ একজন তোমাকে গালমন্দ করলো। তোমার দৃষ্টিকোণ থেকে এটি কী অপরাধ? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমার মতে এটি একটি সাইবার অপরাধ। ইন্টারনেট বা বিশেষ করে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে অন্যকে গালমন্দ করা বা তার কোনো ছবি বা বক্তব্য নিয়ে কটূক্তি করাকে, সাইবার বুলিং (Bullying) বলে। সাইবার বুলিং এক ধরনের সাইবার অপরাধ। এটি মোটেও ভালো কাজ নয়।
২. “আমি বিকাশ সেবা প্রতিষ্ঠান থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে তথ্যের হালনাগাত করা হবে, দয়া করে আপনার পিন নম্বরটি বলুন।” এই কথা বলে কেউ ফোন দিলে এক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর: এই ক্ষেত্রে আমার পিন নম্বর দিব না। কারণ, বিকাশ কখনো আমার পিন নম্বর জানতে চাইবে না। যিনি আমার কাছে পিন নম্বর জানতে চাচ্ছেন তিনি একজন প্রতারক। প্রতারকের কাজ হচ্ছে নিজের পরিচয় গোপন রেখে অন্যের কাছে মিথ্যা কথা বলে উদ্দেশ্য হাসিল করা। ঐ প্রতারক একজন সাইবার অপরাধী।
৩. তোমার বন্ধু তার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে পারছে না। কিন্তু তার ফেসবুক আইডি থেকে পরিচিতদের কাছে বিভিন্ন ধরনের ম্যাসেজ যাচ্ছে। তোমার কাছে এটি কী মনে হয়? মতামত দাও।
উত্তর: আমার কাছে মনে হয়, বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকিং অর্থ হলো কাউকে না বলে অন্যের তথ্য নিজের দখলে নেয়া। হ্যাকিং এক ধরনের সাইবার অপরাধ। যিনি হ্যাক করেন তাকে হ্যাকার বলে।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় সত্য মিথ্যা যাচাই
১. ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সাইবার অপরাধ সংঘটিত হয়।
২. গুজব ছড়ানো সাইবার অপরাধ নয়।
৩. সাইবার স্পেসে কাউকে গালমন্দ করা সাইবার অপরাধ।
৪. নিজের নাম গোপন রেখে অন্যের সঙ্গে মোবাইল বা ইন্টারনেটে কথা বলা উচিত।
৫. সাইবার জগতে কাউকে মনঃকষ্ট দেওয়া উচিত নয়।
উত্তর: ১. সত্য; ২. মিথ্যা; ৩. সত্য; ৪. মিথ্যা; ৫. সত্য;
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় সঠিক উত্তর বাছাই
১. সাইবার অপরাধের মধ্যে সবচেয়ে বেশি হয়— হ্যাকিং/বুলিং/ফিশিং/ক্র্যাকিং।
২. ভাইরাস হলো কম্পিউটারের এক ধরনের— হার্ডওয়্যার/সফটওয়্যার/মেমোরি/ ফাংশন।’
৩. সাইবারে অন্যের নাম ও পরিচয় ধারণ করে হ্যাকার/ ক্র্যাকার/ গোয়েন্দা/ ছদ্মবেশধারী।
৪. অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া- সামাজিক/অর্থনৈতিক/সাইবার/সামগ্রিক অপরাধ।
৫. অ্যাকাউন্ট পিন নম্বর জানতে চায়— হ্যাকার/প্রতারক/ছদ্মবেশধারী/গোয়েন্দা।
উত্তর: ১. হ্যাকিং; ২. সফটওয়্যার; ৩. ছদ্মবেশধারী; ৪. সাইবার; ৫. প্রতারক;
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
আশাকরি “ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YouTube চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে।