৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর
৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ৪র্থ অধ্যায়: আমাদের সবার কিছু জ্ঞান ও বৈশিষ্ট্য রয়েছে। যা আমাদের অন্যদের থেকে অভিন্ন ও আলাদা করেছে। আমরা কেউ কখনো সম্পূর্ণভাবে অন্যের মতো না। আমরা একেকজন একেকরকম। এটাই স্বাভাবিক। আমাদের মধ্যে সেই গুণ ও বৈশিষ্ট্য রয়েছে। সেই গুণগুলোর মধ্যে কিছু রয়েছে শারীরিক গুণ ও বৈশিষ্ট্য আবার কিছু রয়েছে মানসিক গুণ ও বৈশিষ্ট্য।
এসব গুণ ও বৈশিষ্ট্যের মধ্যে অনেক প্রয়োজনীয় কিছু গুণ ও বৈশিষ্ট্য রয়েছে, যা প্রত্যেক মানুষের মধ্যে থাকা খুবই জরুরি। প্রয়োজনীয় এই গুণ ও বৈশিষ্ট্যকে বলা হয় সুপার পাওয়ার। শিক্ষার্থীদের আদর্শ ব্যক্তি হওয়াতে সাহায্য করার লক্ষ্যে এই অধ্যায়ে সুপার পাওয়ার সম্পর্কে যথাযথ আলোচনা করা হয়েছে।
৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ৪র্থ অধ্যায় কুইজ প্রশ্ন
প্রশ্ন ১। টেলিফোন, বিদ্যুৎ, ওষুধ এগুলো কারা আবিষ্কার করছে?
উত্তর: মানুষ।
প্রশ্ন ২। আমাদের প্রত্যেকের ভিতরে কী আছে?
উত্তর: শক্তি বা গুণ।
প্রশ্ন ৩। আমরা সমাজের সকলের সাথে কীভাবে থাকছি?
উত্তর: মিলেমিশে
প্রশ্ন ৪। একেক ফুলের কী একেক রকম?
উত্তর: সুবাস।
প্রশ্ন ৫। আমরা সবাই বাগানের একেকটা কী?
উত্তর: ফুল।
প্রশ্ন ৬। আমাদের প্রত্যেকের কী রয়েছে?
উত্তর: নিজস্ব গুণ।
প্রশ্ন ৭। আমরা কেউ কখনো সম্পূর্ণভাবে কার মতো নয়?
উত্তর: অন্যের।
প্রশ্ন ৮। কারা আমার ভালো চান?
উত্তর: আমার কাছের মানুষ।
প্রশ্ন ৯। শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য দুটোরই কী আছে?
উত্তর: গুরুত্ব।
৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ৪র্থ অধ্যায় শূণ্যস্থান পূরণ
১. আমাদের প্রত্যেকের ভিতর কিছু শক্তি বা ____ একেক রকম।
উত্তর: গুণ।
২. আমাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব পছন্দ, ইচ্ছা ও ____।
উত্তর: চাহিদা।
৩. একেক ফুলের ____ একেক রকম।
উত্তর: সুবাস।
৪. প্রয়োজনীয় গুণের সবগুলোই হলো এক একটি ____।
উত্তর: শক্তি বা পাওয়ার।
৫. ____ কতকিছু আবিষ্কার করেছে।
উত্তর: মানুষ।
৬. আমাদের প্রত্যেকের ভিতরের কিছু শক্তি বা ____ আছে।
উত্তর: গুণ।
৭. কোনো ফুল আকারে ছোট কিন্তু ____ অনেক তীব্র
উত্তর: সুবাস।
৮. কোনো ____ -রং অনেক গাঢ় কিন্তু হালকা সুবাস।
উত্তর: ফুলের।
৯. কত ____ ফুল, কত প্রকারের সুবাস।
উত্তর: ধরনের।
১০. বাগানের প্রতিটি ____ তাদের নিজেদের গুণে বাগানটাকে সুন্দর করার জন্য অবদান রাখছে।
উত্তর: ফুল।
১১. আমরা কেউ কারো ____ নই।
উত্তর: মতো।
১২. আমরা কেউ ____ সম্পূর্ণভাবে অন্যের মতো না।
উত্তর: কখনো।
১৩. আমার কাছের ____ আমাকে জানালো আমার গুণ বা সুপার পাওয়ারগুলোর বিষয়ে।
উত্তর: মানুষগুলো।
৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ৪র্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন ১। আমরা কী আবিষ্কার করব?
উত্তর: আমাদের প্রত্যেকের ভেতর কিছু সুপার পাওয়ার আছে, সেই সুপার পাওয়ারগুলো আবিষ্কার করব।
প্রশ্ন ২। সুপার পাওয়ার কী?
উত্তর: আমাদের প্রত্যেকের ভেতরে কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদের সবার থেকে আলাদা ও অনন্য করেছে, সেগুলোকেই সুপার পাওয়ার বলা হয়।
প্রশ্ন ৩। কয়েকটি সুপার পাওয়ারের নাম লিখ।
উত্তর: কয়েকটি সুপার পাওয়ারের নাম হলো: ধৈর্যশীলতা, ভদ্রতা, সততা, চিন্তাশীলতা, সাহসিকতা, নিষ্ঠা ইত্যাদি।
প্রশ্ন ৪। কয়েকটি শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের নাম লিখ।
উত্তর: শারীরিক বৈশিষ্ট্য: গায়ের রং, শরীরের গঠন, উচ্চতা, ওজন ইত্যাদি। মানসিক বৈশিষ্ট্য উদারতা, লাজুকতা, দয়া, চিন্তাশীলতা ইত্যাদি।
প্রশ্ন ৫। কয়েকটি ইতিবাচক গুণ বা বৈশিষ্ট্যের নাম লিখ।
উত্তর: ইতিবাচক বৈশিষ্ট্য বা গুণগুলোর নাম হলো: সত্যবাদিতা, চিন্তাশীলতা, অন্যকে ছোট করে না দেখা, পরিচ্ছন্ন থাকা, সকলের প্রতি যত্নশীল হওয়া, বিশস্ত ও বন্ধুত্বপরায়ণ হওয়া।
প্রশ্ন ৬। সুপার পাওয়ার দিয়ে মানুষ কী করে?
উত্তর: সুপার পাওয়ার দিয়ে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকে এবং সমাজ ও পৃথিবীর কল্যাণে অবদান রাখে।
প্রশ্ন ৭। তোমার অপছন্দের কয়েকটি গুণ বা বৈশিষ্ট্যের নাম লেখ।
উত্তর: আমার অপছন্দনীয় গুণগুলো হলো অহংকারী হওয়া, অতিরিক্ত মেজাজ দেখানো, অন্যকে ছোট করে দেখা, অপরিচ্ছন্ন থাকা, জেদি হওয়া, নিষ্ঠুর হওয়া ইত্যাদি।
প্রশ্ন ৮। তোমার সহপাঠীদের সাথে তুমি কেমন আচরণ করবে?
উত্তর: সহপাঠীদের বিপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করব। আন্তরিক ও ধৈর্যশীল হব। কখনো তাদেরকে মিথ্যা বলব না ও ধোঁকা দেব না। সবাইকে সম্মান করব।
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর
আশাকরি “৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YOUTUBE চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের FACEBOOK পেজ।