ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায়: মানুষ তার নিজ কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীতে আত্মপরিচয় তৈরি করে থাকে। আত্মপরিচয়ের মাধ্যমে একজন মানুষ সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। তার নিজস্ব মতাদর্শ, চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণা সম্পর্কে ধারণা লাভ করা যায়। মানুষের আত্মপরিচয়ের মাধ্যমে যে বৈশিষ্ট্য ফুটে ওঠে তা থেকে মানুষ নিজের জীবনে প্রতিফলন ঘটায়, যা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ক্রমান্বয়ে সমাজ তথা সভ্যতার বিকাশে বিশেষ ভূমিকা পালন করে।
মানুষ তার দৈনন্দিন কাজের মাধ্যমে নানান সমস্যার সম্মুখীন হয়। সেসব সমস্যার সমাধান নিয়ে গবেষণায় কোনো কোনো ব্যক্তি নিজের জীবনের মূল্যবান সময় ব্যয় করে পৃথিবীর বুকে হয়ে উঠেছেন মহৎ। নিজের আত্মপরিচয় ঘটিয়েছেন মানবতার নিমিত্তে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে। যাদেরকে এ বিশ্বের মানুষ আজীবন আদর্শরূপে মেনেছেন। যাদেরকে যুগের পর যুগ মানুষ অনুকরণীয়, অনুসরণীয়, বরণীয় করে রেখেছেন তাদের কাজের মাধ্যমে, অবদানের মাধ্যমে।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় কুইজ প্রশ্ন
প্রশ্ন ১। শেখ মুজিবুর রহমানের উপাধি কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু।
প্রশ্ন ২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯২০ সালের ১৭ই মার্চ।
প্রশ্ন ৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন শহিদ হন?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট।
প্রশ্ন ৪। কাকে বাঙালির জাতির পিতা বলা হয়?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
প্রশ্ন ৫। পাকিস্তানের বিরুদ্ধে বাংলার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: টুঙ্গিপাড়া।
প্রশ্ন ৭। বঙ্গবন্ধুর বাবার নাম কী?
উত্তর: শেখ লুৎফর রহমান।
প্রশ্ন ৮। বঙ্গবন্ধুর মায়ের নাম কী?
উত্তর: সায়েরা খাতুন।
প্রশ্ন ৯। বঙ্গবন্ধুর ডাকনাম কী ছিল?
উত্তর: খোকা।
প্রশ্ন ১০ সেরেস্তাদার কোন ভাষার শব্দ?
উত্তর: ফার্সি।
প্রশ্ন ১১। শিশুকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন রোগে আক্রান্ত হন?
উত্তর: বেরিবেরি।
প্রশ্ন ১২। অবিভক্ত বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর: কলকাতায়।
প্রশ্ন ১৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহশিক্ষকের নাম কী?
উত্তর: কাজী আবদুল হামিদ।
প্রশ্ন ১৪। মুসলিম সেবা সমিতি’ গড়ে তুলেছিলেন কে?
উত্তর: কাজী আবদুল হামিদ।
প্রশ্ন ১৫। ‘শের-এ-বাংলা’-এর অর্থ কী?
উত্তর: বাংলার বাঘ।
প্রশ্ন ১৬। ‘শের-এ-বাংলা’ উপাধি কার?
উত্তর: এ. কে. ফজলুল হকের।
প্রশ্ন ১৭। শেরে-এ-বাংলা এ. কে. ফজলুল হকের বাড়ি কোথায়?
উত্তর: বরিশাল।
প্রশ্ন ১৮। ১৯৩৮ সালে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: শের-এ-বাংলা এ. কে. ফজলুল হক।
প্রশ্ন ১৯। ১৯৩৮ সালে বাংলার শ্রমমন্ত্রী কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন ২০। বঙ্গবন্ধু শেখ মুজিব কত সালে ম্যাট্রিক পাস করেন?
উত্তর: ১৯৪১ সালে।
প্রশ্ন ২১। বেগম রোকেয়ার জন্ম কখন?
উত্তর: ১৮৮০ সালের ৯ ডিসেম্বর।
প্রশ্ন ২২। বেগম রোকেয়ার জন্ম কোথায়?
উত্তর: রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে।
প্রশ্ন ২৩। বেগম রোকেয়ার বাবার নাম কী?
উত্তর: জহিরুদ্দিন মুহম্মদ আবু আলী সাবের।
প্রশ্ন ২৪। বেগম রোকেয়ার মায়ের নাম কী?
উত্তর: রাহাতুন্নেসা চৌধুরী।
প্রশ্ন ২৫। বেগম রোকেয়ার ডাকনাম কী ছিল?
উত্তর: বুকু।
প্রশ্ন ২৬। বেগম রোকেয়ার বড় ভাইয়ের নাম কী?
উত্তর: ইব্রাহিম সাবের।
প্রশ্ন ২৭। বেগম রোকেয়ার বড় বোনের নাম কী?
উত্তর: করিমুন্নেসা।
প্রশ্ন ২৮। কত বছর বয়সে বেগম রোকেয়ার বিয়ে হলো?
উত্তর: ১৮ বছর।
প্রশ্ন ২৯। বেগম রোকেয়ার স্বামীর নাম কী?
উত্তর: খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেন।
প্রশ্ন ৩০। স্বামীর সাথে বেগম রোকেয়া কোথায় গিয়েছিলেন?
উত্তর: ভাগলপুরে।
প্রশ্ন ৩১। ইংরেজি ভাষা শিক্ষায় বেগম রোকেয়াকে কে সাহায্য করেছিলেন?
উত্তর: সাখাওয়াত হোসেন।
প্রশ্ন ৩২। ‘Sultana’s Dream’ কার লেখা?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের।
প্রশ্ন ৩৩। বেগম রোকেয়ার স্বামী কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯০৯ সালের ৩রা মে।
প্রশ্ন ৩৪। বেগম রোকেয়া কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন?
উত্তর: সাখাওয়াত মেমোরিয়াল স্কুল।
প্রশ্ন ৩৫। বেগম রোকেয়া আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন কবে?
উত্তর: ১৯১৬ সালে।
প্রশ্ন ৩৬। বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৩২ সালের ৯ ডিসেম্বর।
প্রশ্ন ৩৭। আইজাক নিউটন কত সালে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর: ১৬৪২ সালের ২৫শে ডিসেম্বর।
প্রশ্ন ৩৮। রয়্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হন কে?
উত্তর: আইজাক নিউটন।
প্রশ্ন ৩৯। ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
উত্তর: আইজাক নিউটন।
প্রশ্ন ৪০। কত বছর বয়সে নিউটন গণিতের অধ্যাপক হয়েছিলেন?
উত্তর: তেইশ বছর।
প্রশ্ন ৪১। মহাকর্ষ তত্ত্ব কে আবিষ্কার করেন?
উত্তর: আইজাক নিউটন।
প্রশ্ন ৪২। দুরবিন তৈরি করেছিলেন কে?
উত্তর: গ্যালিলিও।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় শূণ্যস্থান পূরণ
১. ____ পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন।
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. ____ সালে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।
উত্তর: ১৯২০।
৩. বঙ্গবন্ধুর বাবার নাম ____।
উত্তর: শেখ লুৎফর রহমান।
৪. ছেলেবেলায় বঙ্গবন্ধু ____ রোগে আক্রান্ত হন।
উত্তর: বেরিবেরি।
৫. বরিশালের এ. কে ফজলুল হককে মানুষ সম্মান করে ডাকত ____।
উত্তর: শের-এ-বাংলা
৬. বঙ্গবন্ধু ____ সালে মেট্রিক পাশ করেন।
উত্তর: ১৯৪১।
৭. বঙ্গবন্ধু ____ সালে শহিদ হন।
উত্তর: ১৯৭৫।
৮. রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ____ সালে।
উত্তর: ১৮৮০।
৯. পাঁচ ভাইবোনের মধ্যে রোকেয়ার অবস্থান ____।
উত্তর: চতুর্থ।
১০. বেগম রোকেয়ার ভাইয়ের নাম ____।
উত্তর: ইব্রাহিম সাবের।
১১. বেগম রোকেয়ার ডাকনাম ছিল ____।
উত্তর: রুকু।
১২. বেগম রোকেয়ার স্বামীর নাম ____।
উত্তর: খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেন।
১৩. খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেন পেশায় ছিলেন ____।
উত্তর: ডেপুটি ম্যাজিস্ট্রেট।
আমরা ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটে ৬ষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি, বাংলা ও বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর সকল অধ্যায় এর সমাধান আমাদের ওয়েবসাইটে শেয়ার করেছি। আপনার উপরে ডিজিটাল প্রযুক্তি, বাংলা ও বিজ্ঞান অনুসন্ধানী পাঠ তে ক্লিক করে পোস্ট গুলো দেখতে পারবেন।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন ১। আত্মপরিচয় বলতে কী বোঝ?
উত্তর: একজন মানুষ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উপায়ে নিজের পরিচয় সবার সামনে তুলে ধরে। এটা আত্মপরিচয়ের একটি অংশ মাত্র। এরকম অনেক বিষয় মিলে একজন মানুষের যে পরিচয় গড়ে ওঠে তাকে আত্মপরিচয় বলা হয়।
প্রশ্ন ২। বঙ্গবন্ধুর জন্ম কোথায়?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে।
প্রশ্ন ৩। বঙ্গবন্ধুর জন্মস্থান কেমন ছিল?
উত্তর: বঙ্গবন্ধুর জন্মস্থান গ্রামে। যে গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। ধানক্ষেত, পুকুর, দিঘি, বিল আর ঝোপঝাড় নিয়ে নিভৃত বাংলার শান্ত এক গ্রাম ছিল। পাখির কলকাকলিতে মুখরিত থাকত সবসময়।
প্রশ্ন ৪। ১৯২০ সালের ১৭ই মার্চ তারিখটি বিখ্যাত কেন?
উত্তর: ১৯২০ সালের ১৭ই মার্চ তারিখটি বিখ্যাত হওয়ার কারণ হলো এই তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন।
প্রশ্ন ৫। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তারিখটি স্মরণীয় কেন?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তারিখটি স্মরণীয় হওয়ার কারণ হলো, এই তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহিদ হন।
প্রশ্ন ৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশপরিচয় দাও।
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন।
প্রশ্ন ৭। নেতা হিসেবে বঙ্গবন্ধু কেমন ছিলেন?
উত্তর: অন্যায়ের বিরুদ্ধে বা বিভিন্ন সংগ্রামে নেতা হিসেবে বঙ্গবন্ধু ছিলেন পর্বতের মতো অটল। পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে তিনি নিজের সর্বস্ব দিয়ে নেতৃত্ব দিয়ে গেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
প্রশ্ন ৮। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মপরিচয় দাও।
উত্তর: বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম জহিরুদ্দিন মুহম্মদ আবু আলী সাবের এবং মায়ের নাম রাহাতুন্নেসা চৌধুরী। পাঁচ ভাইবোনের মাঝে রোকেয়া চতুর্থ ছিলেন। বাড়ির সবাই রোকেয়াকে রুকু বলে ডাকতেন।
প্রশ্ন ৯। বেগম রাকেয়া লেখাপড়া শিখেছিলেন কীভাবে?
উত্তর: বড় বোন করিমুন্নেসা বেগম রোকেয়াকে বাংলা বর্ণমালা শিক্ষা দিয়েছিলেন। পরিবারের নিষেধ সত্ত্বেও বড় ভাই ইব্রাহিম তাকে ইংরেজি শিখিয়েছিলেন। বেগম রোকেয়া এভাবেই আরবি, ফারসি, উর্দুর পাশাপাশি বাংলা ও ইংরেজি বলতে ও লিখতে শিখেছিলেন।
প্রশ্ন ১০। খান বাহাদুর সাখাওয়াত হোসেন কে ছিলেন?
উত্তর: খান বাহাদুর সাখাওয়াত হোসেন ছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্বামী। সাখাওয়াত হোসেনের বাড়ি ছিল বিহারে। তিনি দরিদ্র পরিবারের সন্তান হয়েও দরিদ্রতাকে জয় করে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
প্রশ্ন ১১। স্যার আইজাক নিউটন কে ছিলেন?
উত্তর: স্যার আইজাক নিউটন ছিলেন একজন খ্যাতনামা বিজ্ঞানী। তিনি যুক্তরাজ্যের স্কিলিংটনে ১৬৪২ সালের ২৫শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ১২। মহাকর্ষ শক্তি কী?
উত্তর: এই মহাবিশ্বের যেকোনো পদার্থের আকর্ষণ শক্তি আছে। একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। মহবিশ্বের দুটি বস্তুর মধ্যে পরস্পরকে আকর্ষণ করার শক্তিকে মহাকর্ষ শক্তি বলে।
প্রশ্ন ১৩। পৃথিবী সূর্যের চারদিকে এবং চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে কেন?
উত্তর: মহাকর্ষ শক্তির ফলে পৃথিবী সূর্যের চারদিকে এবং চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে।
প্রশ্ন ১৪। সভ্যতার বিকাশ ঘটেছে কেন?
উত্তর: প্রাচীনকালে মানুষ সহজ-সরল জীবনযাপন করত। কিন্তু বর্তমানে মানুষ উন্নত প্রযুক্তি, বুদ্ধি, বিদ্যা, জ্ঞান, চিন্তাশক্তি কাজে লাগিয়ে তুলনামূলক আধুনিক জীবনযাপন রীতি তৈরি করেছে। যার ফলে সভ্যতার বিকাশ ঘটেছে।
প্রশ্ন ১৫। কোন অঞ্চলকে অবিভক্ত বাংলা বলা হতো?
উত্তর: তৎকালীন বঙ্গদেশ অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি অঞ্চলকে অবিভক্ত বাংলা বলা হতো।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় চিন্তা করে উত্তর দাও প্রশ্ন
প্রশ্ন ১। এক মহান ব্যক্তি ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন। এখানে কার কথা বলা হয়েছে? তার জন্মপরিচয় দাও।
উত্তর: এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে। এ মহান ব্যক্তি ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়েরা খাতুন।
প্রশ্ন ২। টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা কে ছিলেন? তার জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল?
উত্তর: টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেন, সে গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। ধানক্ষেত, পুকুর, দিঘি, বিল আর ঝোপঝাড়-বনবাদাড় নিয়ে নিভৃত বাংলার শান্ত এক গ্রাম ছিল। যেখানে পাখির কলকাকলিতে মুখরিত থাকত সবসময়।
প্রশ্ন ৩। তিনি ছিলেন আমাদের জাতির পিতা। তিনি কে? তার সংগ্রামী জীবন কেমন ছিল?
উত্তর: তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্যায়ের বিরুদ্ধে বা বিভিন্ন সংগ্রামে নেতা হিসেবে তিনি ছিলেন পর্বতের মতো অটল। পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে তিনি নিজের সর্বস্ব দিয়ে নেতৃত্ব দিয়ে গেছেন। কখনো ভয় পেয়ে পিছু হটেননি। কোনো কিছুর বিনিময়ে কোনো আপস করেননি। বীরের মতো যুদ্ধ জয় করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন।
প্রশ্ন ৪। খাঁচাবন্দি মেয়েদের জীবন নিয়ে যে মেয়েটি ভাবতেন, তার শিক্ষাজীবন শুরু হয় কীভাবে?
উত্তর: খাঁচাবন্দি মেয়েদের জীবন নিয়ে যে মেয়েটি ভাবতেন, তিনি হলেন বেগম রোকেয়া এবং তার স্বামীর নাম খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেন। তার বড় বোন করিমুন্নেসা তাকে বাংলা বর্ণমালা শিক্ষা দিয়েছিলেন। পরিবারের নিষেধ সত্ত্বেও বড় ভাই ইব্রাহিম সাবের তাকে ইংরেজি শিখিয়েছিলেন। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত, ইব্রাহিম সাবের রোকেয়াকে পড়াতেন মোম জ্বালিয়ে। বেগম রোকেয়া এভাবেই আরবি, ফারসি, উর্দুর পাশাপাশি বাংলা ও ইংরেজি বলতে ও লিখতে শিখেছিলেন।
প্রশ্ন ৫। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা মেয়েটির স্বামী সম্পর্কে তুমি কী জানো?
উত্তর: সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা মেয়েটি হলেন বেগম রোকেয়া এবং তার স্বামীর নাম খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেন। তিনি ১৮ বছর বয়সে সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাখাওয়াত হোসেনের বাড়ি ছিল বিহারে। তিনি দরিদ্র পরিবারের সন্তান হয়েও দারিদ্র্যাকে জয় করে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি অত্যন্ত ভদ্র, বিনয়ী এক সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তার সহযোগিতা পেয়ে রোকেয়ার ইংরেজি ভাষাচর্চায় যথেষ্ট উন্নতি হয়েছিল।
প্রশ্ন ৬। মহাকর্ষ তত্ত্বের জনক কে? তার শৈশব কেমন ছিল?
উত্তর: বিজ্ঞানী স্যার আইজাক নিউটন হলেন মহাকর্ষ তত্ত্বের জনক। নিউটন ১৬৪২ সালের ২৫শে ডিসেম্বর যুক্তরাজ্যের স্কিলিংটনে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতে গ্রামের স্কুলেই পড়াশোনা করেছেন। সেসময়ই তিনি সূর্যঘড়ি, জলঘড়ি, কলকব্জা, আলো ইত্যাদি নিয়ে সবসময়ই পড়ে থাকতেন।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় কাঠামোবদ্ধ প্রশ্ন
প্রশ্ন ১। আমাদের জাতির পিতা কে? তাকে কেন জাতির পিতা বলা হয়? চারটি বাক্যে লেখ।
উত্তর: আমাদের জাতির পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মূল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে কখনো ভয় পেয়ে পিছু হটেননি। ওদের সাথে মন্ত্রিত্ব বা কোনো কিছুর বিনিময়ে আপস করেননি। তিনি নিজের জীবনের পরোয়া করেননি। এমনকি ওদের ষড়যন্ত্র, নির্যাতন মামলা কোনো কিছুতেই দমে যাননি। তার ডাকে সাড়া দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বীরের জাতিতে পরিণত হয়। বঙ্গবন্ধুর মতো এমন মহান নেতা না থাকলে হয়তো বাঙালিদের মুক্তি সম্ভব হতো না। এজন্য বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয়।
প্রশ্ন ২। শেখ মুজিব কবে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? বঙ্গবন্ধুর শৈশবকাল কেমন ছিল? বর্ণনা কর।
উত্তর: শেখ মুজিব ১৯৬৯ সালে ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। বাংলাদেশের নিভৃত প্রকৃতির শান্ত গ্রাম টুঙ্গিপাড়ায় শৈশবকাল কেটেছে বঙ্গবন্ধুর। বাল্যকালে তার বাবা-মায়ের মুখে ডাক নাম ছিল খোকা। শৈশবে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া গ্রামে মায়ের সাথেই থাকতেন। ছোটবেলায় তার খেলাধুলার প্রতি বেশ ঝোঁক ছিল। তার ছিল ছোটদের দল। কারও গাছের আম পেড়ে খাওয়া, কারও গাছের ফুল তুলে আনা আর থেকে থেকে তারা দল বেঁধে খেলায় মেতে উঠতেন। একসময় থোকা বেশ ভালো ফুটবল খেলতে শুরু করেন। এছাড়া তিনি গানও গাইতে পারতেন। বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে তার শৈশবের অনেক ঘটনা তিনি বর্ণনা করেছেন।
প্রশ্ন ৩। বঙ্গবন্ধুর বাবার নাম কী? তিনি কোন পরিবারে জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধুর শিক্ষাজীবন সম্পর্কে কী জান?
উত্তর: বঙ্গবন্ধুর বাবার নাম শেখ লুৎফর রহমান। তিনি শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। শিশু মুজিবকে গ্রামের স্কুলেই ভর্তি করে দেওয়া হয়। এখানে তৃতীয় শ্রেণির পাঠ শেষ করার পরে তাকে গোপালগঞ্জ পাবলিক স্কুলের ক্লাস ফোরে ভর্তি করা হয়। তারপর বেরিবেরি রোগে আক্রান্ত হওয়ার ফলে লেখাপড়া বন্ধ রেখে কলকাতায় দু’বছর তার চিকিৎসা করানো হয়। ১৯৩৬ সালে শেখ মুজিবকে আবার মাদারীপুর হাইস্কুলে ভর্তি করানো হয়। কিন্তু এসময় চোখের অসুখ বেড়ে গেলে তার দুই চোখের অপারেশন করতে হয়। অসুখের কারণে লেখাপড়ায় পিছিয়ে পড়ায় তিনি ম্যাট্রিক পাস করেন ১৯৪১ সালে। তারপরে কলেজের পড়ার জন্য কলকাতায় যান।
প্রশ্ন ৪। বেগম রোকেয়ার স্বামীর নাম কী? রোকেয়াকে কেন নারী জাগরণের দিশারি বলা হয়?
উত্তর: বেগম রোকেয়ার স্বামীর নাম খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেন। পেশায় তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বেগম রোকেয়ার সময়ে মেয়েদের শিক্ষার কোনো সুযোগ ছিল না। মেয়েদের জীবন ছিল পারিবারিক বিধিনিষেধের দেয়াল দিয়ে ঘেরা। এরকম পরিস্থিতিতে বেগম রোকেয়া তার স্বামী সাখাওয়াত হোসেনের সহযোগিতায় ভাগলপুরে ‘সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯১১ সালের ১৬ মার্চ কলকাতায় স্থায়িভাবে প্রতিষ্ঠা করেন ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’। তিনি শুধু পুঁথিগত বিদ্যাকেই নন, বালিকাদিগকে নানাভাবে দেশ ও জাতির সেবায় ও পরোপকারভে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। এজন্য বেগম রোকেয়াকে নারী জাগরণের দিশারি বলা হয়।
প্রশ্ন ৫। বেগম রোকেয়া দিবস কবে? পরিবারের বিধিনিষেধ সত্ত্বেও বেগম রোকেয়া কীভাবে বাংলা, ইংরেজি ভাষা পড়তে ও লিখতে শিখেছিলেন? বর্ণনা কর।
উত্তর: বেগম রোকেয়া দিবস ৯ ডিসেম্বর। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাদের পরিবারে লেখাপড়া শেখা মানে শুধু কোরআন শরিফ মুখস্থ করা। কিন্তু বেগম রোকেয়ার প্রবল আগ্রহের কারণে তাকে বাংলা বর্ণের সাথে পরিচয় করালেন তার বোন করিমুন্নেসা। আর পরিবারের নিষেধ অমান্য করে তাকে ইংরেজি শেখালেন বড় ভাই ইব্রাহিম সাবের। অনেক রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন তিনি আর তার ভাই ইব্রাহিম সাবের মোম জ্বালিয়ে লেখাপড়া করতেন। এভাবেই তিনি আরবি, ফার্সি, উর্দুর পাশাপাশি বাংলা, ইংরেজি লিখতে ও পড়তে শিখেছিলেন।
প্রশ্ন ৬। রংধনুর সাত রং কে আবিষ্কার করেন? মহাকর্ষণ শক্তি আবিষ্কার সম্পর্কে কী জানো? বর্ণনা কর।
উত্তর: রংধনুর সাত রং আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। এ মহাবিশ্বের যেকোনো পদার্থের আকর্ষণ শক্তি আছে। একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ শক্তিকে মহাকর্ষ শক্তি বলে। এ মহাকর্ষ শক্তির ফলে পৃথিবী সূর্যের চারদিকে এবং চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে। বিজ্ঞানী আইজাক নিউটন গ্রহেরা কী করে সূর্যের চারদিকে ঘোরে- এ প্রশ্নের মীমাংসা করতে গিয়ে আবিষ্কার করেন মহাকর্ষ তত্ত্ব।
প্রশ্ন ৭। বেগম রোকেয়ার বাড়ি কোন জেলায়? নারী সমাজের জন্য তার অবদান আলোচনা কর।
উত্তর: বেগম রোকেয়ার বাড়ি রংপুর জেলায়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন নারী জাগরণের অগ্রপথিক। তিনি তৎকালীন অনগ্রসর নারী জাতির জন্য ছিলেন আলোর দিশারি। তিনিই প্রথম ধর্মীয় ও সামাজিক বেড়াজালে আবদ্ধ নারী সমাজের জন্য লেখালেখি করেছেন। নারী শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠা করেছিলেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। মুসলিম নারীদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম মহিলা সমিতি। নারী বন্দিদশা সমাজের মানুষের সামনে তুলে ধরার জন্য লিখেছিলেন ‘অবরোধবাসিনী’ নামক কাহিনি গ্রন্থ। স্বামীর সহযোগিতায় ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে ইংরেজিতেই রচনা করেছিলেন Sultana’s Dream. যেটি সে সময়কার নারীদের জন্য ছিল অনুপ্রেরণা।
আশাকরি “ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায়” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YouTube চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে।