জীবন ও জীবিকা ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
জীবন ও জীবিকা ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায়: আজকের শিশু আগামী দিনের কর্মী। একটি ভালো জাতি গড়ে তুলতে হলে ছোটবেলা থেকেই প্রত্যেককে কাজ করার অভ্যাস তৈরি করা জরুরি। তাই শিক্ষার্থীদের কাজ সম্পর্কে যথাযথ জ্ঞানদানের জন্যই এই অধ্যায়টি সাজানো হয়েছে। প্রতিদিন আমরা নানাধরনের কাজ করে থাকি।
এর মধ্যে কিছু কাজ ব্যক্তিগত কিছু পারিবারিক ব্যক্তিগত এবং পারিবারিক কাজ নিয়মিত চর্চা করার গুরুত্ব অনেক। এ কাজগুলো করার সময় আমাদেরকে কিছু নিয়ম মেনে চলা উচিত। এছাড়াও পরিবারের বাহিরেও আমাদেরকে বিদ্যালয় এবং সমাজে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এসব কাজ যথাযথভাবে করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর ও পরিপাটি করে গড়ে তুলতে পারি।
জীবন ও জীবিকা ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় কুইজ প্রশ্ন
প্রশ্ন ১। কীসে বেশ আনন্দ আছে?
উত্তর: নিজের কাজ নিজে করায়।
প্রশ্ন ২। নিজের কাজ নিজে করলে কী হয়?
উত্তর: শরীর ও মন ভালো থাকে।
প্রশ্ন ৩। আমাদের পরিবারের অভিভাবকগণ কেন ব্যস্ত থাকেন?
উত্তর: উপার্জন ও পারিবারিক কাজে।
প্রশ্ন ৪। খাওয়া ও ঘুমানো কী ধরনের কাজ?
উত্তর: ব্যক্তিগত কাজ।
প্রশ্ন ৫। আমাদের অন্যের বোঝা হয়ে কেন থাকতে হয়?
উত্তর: পরনির্ভরশীলতার জন্য।
প্রশ্ন ৬। প্রত্যেকের জন্য সামর্থ্য অনুযায়ী বাধ্যতামূলক কোনটি?
উত্তর: নিজের কাজ নিজে করা।
প্রশ্ন ৭। যেকোনো ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি?
উত্তর: সুখ।
প্রশ্ন ৮। কোনটির সঙ্গে সন্তানের আনন্দ সম্পর্কিত?
উত্তর: বাবা-মা এবং পরিবারের সন্তুষ্টির সঙ্গে।
প্রশ্ন ৯। কোনটি আমাদের মনোজগৎকে আক্রান্ত করতে পারে?
উত্তর: স্বার্থপরতা ও ব্যক্তিকেন্দ্রিক চিন্তা।
প্রশ্ন ১০। ঘরের সৌন্দর্য অনেকখানিই নির্ভর করে কীসের ওপর?
উত্তর: বিছানার ওপর।
প্রশ্ন ১১। দিনের প্রথম কাজ কোনটি?
উত্তর: নিজের বিছানা, নিজে গোছানো।
প্রশ্ন ১২। কোনটি ঘিরে থাকে আমাদের যত উচ্ছ্বাস আর আনন্দ?
উত্তর: বিদ্যালয়কে ঘিরে।
প্রশ্ন ১৩। আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: বিদ্যালয়।
প্রশ্ন ১৪। কাদের প্রতি আমাদের গভীর ভালোবাসার টান?
উত্তর: বিদ্যালয়ের সহপাঠীদের প্রতি।
প্রশ্ন ১৫। আমরা দিনের বেশিরভাগ সময় কোথায় কাটাই?
উত্তর: বিদ্যালয়ে।
প্রশ্ন ১৬। সুন্দরভাবে বসবাসের প্রয়োজনে কীসের সৃষ্টি?
উত্তর: সমাজের।
প্রশ্ন ১৭। কীসের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে?
উত্তর: সমাজের প্রতি।
প্রশ্ন ১৮। বয়োজ্যেষ্ঠ বলতে কাদেরকে বোঝায়?
উত্তর: যারা আমাদের থেকে বয়সে বড়।
প্রশ্ন ১৯। বয়োকনিষ্ঠ কারা?
উত্তর: যারা বয়সে আমাদের থেকে ছোট।
প্রশ্ন ২০। কোথায় মিথ্যে কথা কেউ বলে না?
উত্তর: স্বপ্নপুরীতে।
জীবন ও জীবিকা ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় শূণ্যস্থান পূরন
১. নিজের কাজ নিজে করায় বেশ ____ আছে।
উত্তর: আনন্দ।
২. নিয়মিত কাজ করার মাধ্যমে কাজের ____ বৃদ্ধি পায়।
উত্তর: দক্ষতা।
৩. সামর্থ্য অনুযায়ী নিজের কাজ নিজে করা ____।
উত্তর: বাধ্যতামূলক।
৪. বাঁচতে হলে শিখতে হবে, ____ জিততে হবে।
উত্তর: লড়াইতে।
৫. রাতে খাওয়ার কমপক্ষে ____ পর ঘুমাতে হবে।
উত্তর: দুই ঘণ্টা।
৬. ____ আমি দেই না ফাঁকি, সবার ভালো মাথায় রাখি।
উত্তর: কাজে।
৭. ঘরের সৌন্দর্য অনেকখানি নির্ভর করে ____ ওপর।
উত্তর: বিছানার।
৮. নিয়মিত বিছানা প্রস্তুত করা একটি ____ কাজ।
উত্তর: শৈল্পিক।
৯. ধুলোবালি থেকে ____ সমস্যা তৈরি হয়।
উত্তর: এলার্জিজনিত
১০. সুন্দরভাবে বসবাসের প্রয়োজনেই ____ সৃষ্টি
উত্তর: সমাজের।
১১. বয়োজ্যেষ্ঠদের প্রতি ____ দেখানো উচিত।
উত্তর: শ্রদ্ধা ও সম্মান।
জীবন ও জীবিকা ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন ১। নিজের কাজ বলতে কী বুঝ?
উত্তর: নিজেদের প্রয়োজনে আমরা যে ব্যক্তিগত কাজগুলো করে থাকি সেগুলোকে নিজের কাজ বলা হয়।
প্রশ্ন ২। নিজের কাজ নিজে করার সুবিধা কী কী?
উত্তর: নিজের কাজ নিজে করলে অন্যের ওপর নির্ভরশীলতা কমে যায়। সৃজনশীলতা বিকশিত হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সর্বোপরি শরীর ও মন প্রফুল্ল থাকে।
প্রশ্ন ৩। পারিবারিক কাজের গুরুত্ব লিখ।
উত্তর: বাড়িতে পরিবারের সব সদস্যই গুরুত্বপূর্ণ। সবারই ভালো থাকা এবং ভালোভাবে সময় কাটানোর অধিকার আছে। কিন্তু সবাইকে ভালো রাখার দায়িত্ব যদি পরিবারের এক বা দু’জনের ওপর ন্যস্ত থাকে তাহলে তাদের জন্য এটা খুবই কষ্টকর। তাই সবাই যদি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পারিবারিক কাজে একটু সহায়তা করে, তাহলে পরিবারের সদস্যদের নিশ্চয় ভালো লাগবে। খুশি হয়ে তারা তখন আমাদের অনেক বেশি ভালোবাসবেন।
প্রশ্ন ৪। আদবের সাথে খাবার গ্রহণ বলতে কী বোঝ?
উত্তর: আদরের সাথে খাবার গ্রহণ বলতে খাবারের সময় কিছু নিয়ম মেনে চলাকে বোঝায়। যেমন- খাবারের আগে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া, খাবার যেমনই হোক আগ্রহ নিয়ে খাওয়া, অতিরিক্ত খাবার প্লেটে নিয়ে খাবার নষ্ট না করা, এটো হাতে খাবারের প্লেট অথবা জগ/মগ/চামচ না ধরা, খাবারের সময় প্লেটের চারপাশে ছড়িয়ে- ছিটিয়ে না ফেলা খাবার চিবানোর সময় বিরক্তিকর শব্দ না করা, খাবারের সময় টিভি/মোবাইল নিয়ে মগ্ন না থাকা ইত্যাদি। এসব নিয়ম মেনে আমাদের সবসময় খাবার গ্রহণ করা উচিত।
প্রশ্ন ৫। পরিপাটিভাবে বিছানা গোছানোর উপকারিতা কী?
উত্তর: ঘরের সৌন্দর্য অনেকখানিই নির্ভর করে বিছানার ওপর। ঘরে ঢুকে গোছানো একটি বিছানা দেখলে চোখে প্রশান্তি ভাব আসে, মন জুড়িয়ে যায়। পাশাপাশি ক্লান্তি ভাবও অনেকখানি দূর হয়ে যায়। এজন্য সকালে ঘুম থেকে উঠে অন্যান্য কাজ শুরু করার আগেই বিছানা পরিপাটি করে গুছিয়ে নিতে হবে। এতে মনে এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়া যায়।
প্রশ্ন ৬। বিদ্যালয়ে চারটি নিয়মিত কাজ ও দায়িত্ব লিখ।
উত্তর: বিদ্যালয়ে চারটি নিয়মিত কাজ ও দায়িত্ব হলো:
- বিদ্যালয়ে শিক্ষক, কর্মচারী ও সহপাঠীদের সঙ্গে ভালো ব্যবহার করা
- শিক্ষকের কাজে সহায়তা করা।
- শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা।
- কাউকে বুলিইং না করা।
প্রশ্ন ৭। সমাজের প্রতি ছোটদের দায়িত্বগুলো সংক্ষেপে লিখ।
উত্তর: সমাজের প্রতি ছোটদের কিছু দায়িত্ব রয়েছে। সেগুলো হলো- সমাজের সবার সঙ্গে ভালো আচরণ করা, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো এবং বয়োকনিষ্ঠদের স্নেহ করা, অন্যের বিপদে সামর্থ্য অনুযায়ী সাহায্য করা, রাস্তায় ট্রাফিক আইন-কানুন মেনে চলাচল করা, সব কাজে অন্যের মতামতকে সম্মান জানানো ইত্যাদি।
প্রশ্ন ৮। পাঁচটি স্বেচ্ছাসেবামূলক কাজের নাম লিখ।
উত্তর: পাঁচটি স্বেচ্ছাসেবামূলক কাজ হলো-
- রাস্তাঘাট মেরামত বিষয়ক কার্যক্রমে সহায়তা করা।
- বন্যার্তদের জন্য খাবার নিয়ে যাওয়া।
- পরিবেশ পরিচ্ছন্নতার কাজে সহায়তা করা।
- স্বাস্থ্য সচেতনতায় সহায়তা করা।
- দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করা।
🔰🔰 আরও দেখুন: ১৫ আগস্ট সম্পর্কে রচনা পিডিএফ
🔰🔰 আরও দেখুন: ১৫ আগস্ট সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা
আশাকরি “জীবন ও জীবিকা ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায়” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YOUTUBE চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের FACEBOOK পেজে।