HSC- ২০২৩ রসায়ন সাজেশন (১০০% কমন থাকবে)

HSC- ২০২৩ রসায়ন সাজেশন: আপনি কি ২০২৩ সালের এইচএসসি পরিক্ষার্থী? বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। রসায়ন পূর্ণাঙ্গ সাজেশন খুজতেছেন। আজকের আর্টিকেল টি আপনার জন্য। কোর্সমেলার এই সাজেশন থেকে এবারের পরিক্ষায় ১০০% কমন থাকবে ইনশাআল্লাহ।


HSC- ২০২৩ রসায়ন সাজেশন – ১ম পত্র

গুণগত রসায়ন

১. রাদারফোর্ড ও বোরের মডেলের তুলনা
২. কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটাল বা e– সংখ্যা নির্ণয় করতে বলবে [উদ্দীপকে শক্তিস্তর দিয়ে দিবে]
৩. উদ্দীপকে শক্তিস্তর দিয়ে, e–এর স্থানান্তর দেখিয়ে ‌‌λ বের করতে বলবে বা কি কালার, সেটা নির্ণয় করতে বলবে।
৪. Ksp এ মান বলে দিবে, দাবতা বের করতে বলবে
৫. শিশ্রণ বুঝিমে, অধ:ক্ষেপ দিবে কিনা বের করতে বলবে। সম-আয়ন ও থাকতে পার।
৬. কোন একটা আরনের বা মৌলের e- বিন্যাস বুঝিয়ে দেয়া থাকবে যেমন: (n-1)d^5, শনাক্তকরণের বিক্রিয়া দেখতে বলবে।
৭. নীতি গুলো থেকে অণুধাবন থাকবে।


মৌলের পর্যায়রও ধর্ম ও রাসায়নিক বন্ধন

১. AlCl3 ডাইমার তৈরী করে কেন?
২. AI2O3 এর উভধর্মীতা।
৩. CO2 গ্যাসীয়, SiC2 কঠিন কেন?
৪. SiO2 কে দৈত্যাকার অণু বলা হয় কেন?
৫. CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, SiCl4 হয় কেন?
৬. NH3 ও PH3 এর ক্ষারধর্মীতা।
৭. NCl3 ও PCl3 এর আদ্রবিশ্লেষণ।
৮. H2O তরল, A2S গ্যাসীয় কেন?
৯. SO2 এর এসিড বৃষিতে ভূমিকা,
১০. F ও Cl এর ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম।
১১. আকারের ক্রম বের করতে বলবে অর্থাৎ আকার কিভাবে পরিবর্তিত হয়। উদ্দীপকে বিভিন্ন আয়ন দেয়া থাকবে e- বিন্যাস বা বক্সের মাধ্যমে।
১২. আয়নীকরণ শক্তির পরিবর্তিত হয় কিভাবে সেটা জানতে চাইবে।
১৩. CH4, CO2, BeCl2, NH4+, H3O+ এগুলো করে যাবেন।
১৪. CH4, NH3, H2O এর বন্ধন কোন ও আকৃতি। VSEPR তত্ত্ব চাইবে।
১৫. (H2O, H2S); (NH3, NF3); (NH3, PH3); এগুলোর VSEPR থিউরি।
১৬. উদ্দীপকে বিভিন্ন মৌল বা আয়ন x, y, z দিয়ে বলবে কে দ্রবনীয় বা কার গলনাঙ্ক বেশি বা কে বেশ সমযোজী? ফাযানের নীতি দিয়ে ব্যাখ্যা করো।
১৭. পর্যায় সারনির ১-৩০ নম্বর মৌলের অবস্থান মুখস্থ করে যাবেন। উদ্দীপকে ছক দিয়ে মৌল নির্ণয় করতে বলবে, পাশাপাশি মৌলের বৈশিষ্ট্য জানাতে চাইবে।


রাসায়নিক পরিবর্তন

১. Kp, Kc এর Math আসবে।
২. সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলতে পারে Kp ও Kc এর মধ্যে।
৩. লা-শাতেলীয়ার নীতি আসবে। কিভাবে সধোচ্চ উৎপাদ পাওয়া যায় এমন ভাবে বলবে।
৪. মিশ্রণ দিয়ে দিবে উদ্দীপকে, ka এর মান ও দেয়া থাকবে, pH বের করতে বলবে।
৫. বাফারের Math দিয়ে, মানে সূত্র দিয়ে pH বের করতে বলবে। মিশ্রনের pH এবং প্রকৃতি, বাফার চিনতে হলে, দূর্বল Aeid বা দুর্বল ক্ষারের একটা দেখলেই বাফার বুঝে। (ঘ) তে মিশ্রণের pH আসে।


HSC- ২০২৩ রসায়ন সাজেশন – ২য় পত্র

পরিবেশ রসায়ন

১. P1V1 = P2V2 এর ম্যাথ গুলা আসে।
২. সিলিডার ফেটে যাবে কিনা বা গলে যাবে কিনা তা চাইবে। [P1/T1=P2/T2]
৩. pv=nRT দিয়ে আনবিক ভর নির্ণয় বা ঘণত্ব নির্ণয়।
৪. দুইট পাত্র এবং কর্ক দেয়া থাকবে, মোট চাপ বের করতে বলবে।
৫. ব্যাপন হারের Math.
৬. বাস্তব গ্যাসের বিদ্যুত হওয়ার কারণ, গ্রাফ, আয়তন, চাপ সংশোধন আসবে। Z দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবেন, এবং ত্রুটি সংশোধন করে বাস্তব গ্যাসের সমীকরণ লিখে দিতে হবে।
৭. অম্ল-ক্ষারের মতবাদ দিয়ে উদ্দীপকে বলে দেয়া Aeid বা Base এর ধর্ম বলতে হবে।


জৈব রসায়ন

১. Flow chart এর মাধ্যমে কোন Alkene চিনিয়ে তা জ্যামিতিক সমাণু দিবে কিনা জানতে চাইবে।
২. Alkene এর ওজনীকরণ দিয়ে উদ্দীপক দিবে, Addehyde, Ketone দিয়ে [গ, ঘ] চাইবে।
৩. [R-X – KOH(ale) → Alkene; R-X – KOH(aq) → Alcohol;] এমন উদ্দীপক এর প্রশ্ন থাকবে।
৪. গ্রীগণার্ড বিকারক দিয়ে উদ্দীপক দিয়ে, লুকাস বিকারকের মাধ্যমে 1°R-OH, 2°R-OH, 3°R-OH এর মধ্যে পার্থক্য করতে বলবে।
৫. [Alkene → R-X (90%); Alkene → R-X (10%)] মার্কনিক ও নীতি, Anti মার্কনিকভ নীতি থেকে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার মেকানিজম চাইবে।
৬. [R-X → Alkene(90%); R-X → Alkene(10%)] সাইজেফ নীতি উদ্দীপকে ব্যবহার করবে।
৭. Amine এর ক্ষারধর্মীতা, এবং শনাক্তকরণ চাইবে, উদ্দীপকে Amine চিনিয়ে দিবে সংকেত দিয়ে।
৮. টলেনে বিকারক, ফেহলিং দ্রবণ, হালোফরম বিক্রিয়া থেকে [গ, ঘ] আসে।
৯. Aldehyde, Ketone দের মধ্যে কে ভালোভাবে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া দেয় তা আসবে।
১০. অ্যারোমেটিক থেকে একটা CQ আসার চান্স বেশি। Resonance পার্ট টা খুবই গুরুত্বপূর্ণ এবং ইলোক্ট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম আসবে।


🔰🔰 আরও দেখুন: একটি Paragraph দিয়ে সকল Paragraph লেখার নিয়ম


পরিমাণগত রসায়ন

১. মোলারিটি → PPM
২. %(w/v) → মোলারিটি বা PPM
৩. মিশ্রণের প্রকৃতি ও ph বের করতে বলবে। (অবশ্যই তুল্যদ্রবণ দিয়ে বের করার চেষ্টা করবেন)


আশাকরি রসায়ন সাজেশন টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YOUTUBE চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের FACEBOOK পেজে।