HSC- ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন (১০০% কমন থাকবে)
HSC- ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন: আপনি কি ২০২৩ সালের এইচএসসি পরিক্ষার্থী? বাংলা ২য় পত্রের পূর্ণাঙ্গ সাজেশন খুজতেছেন। আজকের আর্টিকেল টি আপনার জন্য। কোর্সমেলার এই সাজেশন থেকে এবারের এইচএসসি পরিক্ষায় ১০০% কমন থাকবে ইনশাআল্লাহ।
HSC- ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন প্রশ্ন ০১
ক. উচ্চারণের নিয়মঃ
i. অ- ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
ii. এ-ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
iii. ব-ফলা উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
iv. য-ফলা উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
v. ম-ফলা উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা, বানানের নিয়মঃ
i. তৎসম শব্দের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
ii. ই কার ব্যবহারের ৫টি উদাহরণসহ লেখ।
iii. ঈ কার ব্যবহারের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
খ. বানান শুদ্ধ করণঃ
অশুদ্ধ বানান – শুদ্ধ বানান
পোষ্টমাষ্টার – পোস্টমাস্টার
বিদুষি – বিদুষী
ইতিমধ্যে – ইতোমধ্যে
শিরচ্ছেদ – শিরশ্ছেদ
সম্বর্ধনা – সংবর্ধনা
কথোপোকোথন – কথোপকথন
সুস্বাগত – স্বাগত
ন্যূন্যতম – ন্যূনতম
পুরষ্কার – পুরস্কার
আবিষ্কার – আবিস্কার
স্বরস্বতী – সরস্বতী
স্বত্তা – সত্তা
প্রাণীবিদ্যা – প্রাণিবিদ্যা
ভৌগলিক – ভৌগোলিক
ইতিপূর্বে – ইতঃপূর্বে
গীতাঞ্জলী – গীতাঞ্জলি
বুৎপত্তি – ব্যুৎপত্তি
প্রতিযোগীতা – প্রতিযোগিতা
প্রোজ্জ্বলন – প্রজ্জ্বলন
ঐক্যতান – ঐকতান
মুমুর্ষ – মুমূর্ষু
শ্রদ্ধাঞ্জলী – শ্রদ্ধাঞ্জলি
অপরাহ্ণ – অপরাহ্ন
ষ্টেডিয়াম – স্টেডিয়াম
অতিথী – অতিথি
বিভিষিকা – বিভীষিকা
বাংগালী – বাঙালি
অহোরাত্রি – অহোরাত্র
অনুসূয়া – অনসূয়া
অত্যান্ত – অত্যন্ত
সমিচীন – সমীচীন
নিশিথিনী – নিশীথিনী
আইনজীবি – আইনজীবী
মূৰ্চ্ছনা – মূর্ছনা
দৈন্যতা – দৈন্য/দীনতা
উচ্ছাস – উচ্ছ্বাস
শাস্তনা – সান্ত্বনা
বুদ্ধিজীবি – বুদ্ধিজীবী
পিপিলিকা – পিপীলিকা
জৈষ্ট্য – জ্যৈষ্ঠ
লজ্জাস্কর – লজ্জাকর
পৈত্রিক – পৈতৃক
মনোপুত – মনঃপুত
দিবারাত্রি – দিবারাত/ দিনরাত
কৃত্তিবাস – কৃত্তিবাস
ফপোষ্ট্যাট – ফটোস্ট্যাট
ব্রাহ্মন – ব্রাহ্মণ
আকাঙ্খা – আকাঙ্ক্ষা
মনকষ্ট – মনঃকষ্ট
প্রনয়ন- প্রণয়ন
HSC- ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন প্রশ্ন ০২
ক. ব্যাকরণি শব্দশ্রেণিঃ
i. ব্যাকরণিক শব্দশ্রেণি বলতে কী বোঝ? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণ সহ লেখো।
অথবা, বাংলা ভাষার শব্দ শ্রেণিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উদাহরণ সহ আলোচনা কর।
ii. আবেগ শব্দ বলতে কী বোঝ? উদাহরণ সহ এর শ্রেনিবিভাগ আলোচনা কর ।
iii. বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেনিবিভাগ আলোচনা কর ।
iv. ক্রিয়া বলতে কী বোঝ? উদাহরণসহ ক্রিয়ার শ্রেনিবিভাগ আলোচনা কর ।
v. বিশেষণ কাকে বলে? উদাহরণ সহ বিশেষণের শ্রেনিবিভাগ আলোচনা কর।
[বিঃদ্ৰঃ একটা অনুচ্ছেদ থাকতে পারে উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলতে পারে |
অথবা,
খ. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়।
HSC- ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন প্রশ্ন ০৩
i. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুন বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণসহ পর্যালোচনা কর।
ii. অর্থগতভাবে/অর্থানুসারে বাংলা বাক্যের প্রকার ভেদ বা শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর ।
iii. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর
খ. বাক্য শুদ্ধিকরণ।
HSC- ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন প্রশ্ন ০৪
ক. পারিভাষিক শব্দ
খ. বাংলা অনুবাদ
i. A good teacher is one of the most important people in any country…
ii. A patriot is a man who loves his country of the people.
iii. Bangladesh is now a free country…….
iv. Books are men’s best companions in life…
v. Illiteracy is a great problem in our country…. from the country.
vi. Man is the architect of his own life…………. from day to day.
vii. Trees are our friends. It helps us in different ways……… program successful.
viii. The aim of education is to make a man fully fit for himself…….. it has no value.
ix. The life of a student is a life of preparation…
HSC- ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন প্রশ্ন ০৫
ক. আবেদন পত্র
i. মাধ্যমিক/প্রথমিক বিদ্যালয়ে “শিক্ষক/সহকারী শিক্ষক” পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদন পত্র লিখ।
ii. কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে/ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো।
iii. করোনায় ক্ষতিগ্রস্থ অস্বচ্ছল পরিবারের জন্য সাহায্য চেয়ে ডিসি বরাবর আবেদন পত্র লিখ।
iv. শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লেখ।
v. কলেজে ক্যান্টিন/ কম্পিউটার ক্লাব/ পাঠাগার/ কমন রুম স্থাপনের জন্য অনুররোধ জানিয়ে অধ্যক্ষের নিকট আবেদন পত্র লেখ।
অথবা, খ. প্রতিবেদন
i. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন লিখ।
ii. ২১ শে ফেব্রুয়ারি/ ২৫ শে মার্চ/১৬ ই ডিসেম্বর পালন উপলক্ষে কলেজে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর ।
iii. “খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার” শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
iv. বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
v. “পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ” শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
HSC- ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন প্রশ্ন ০৬
ক. সারাংশ
i. আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে …….. সন্দেহ থাকে না।
ii. প্রকৃত জ্ঞানের স্পৃহা না…………উম্মেচিত হবে না।
iii. কোনো সভ্য জাতিকে………ছাড়া উপায় নেই।
iv. শ্রমকে শ্রদ্ধার সঙ্গে…………… মানুষ নিজেকে পূর্ণ করে।
v. কীসে হয় মর্যাদা? দামি………….অবজ্ঞায় বলব যাও।
vi. অভাব আছে বলিয়া……..লাভ করিয়াছে।
vii. মানুষের সুন্দর মুখ……….ও সাধনা চাই।
অথবা, খ. ভাবসম্প্রসারণ
i. কীর্তিমানের মৃত্যু নাই।/ মানুষ বাচে কর্মের মধ্যে বয়সেরমধ্যে নহে।
ii. দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য।
iii. প্রাণ থাকলেই প্রানি হয়, কিন্তু মন না থাকলেমানুষ হয় না।
iv. পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে বই অন্ধকারে রই ।
v. পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে ।
vi. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার
করিয়াছে নারী অর্ধেক তার নর।
vii. বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়,
গুরু উত্তরসাধক মাত্র।
viii. রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।
ix. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
x. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
xi. স্বদেশ উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন।
xii. সাহিত্য জাতির দর্পণসরূপ।
HSC- ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন প্রশ্ন ০৭
ক. খুদেগল্পঃ
i.”দুর্ঘটনা” শিরোনামে একটি খুদেগল্প লেখ।
ii. “সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন” বিষয়ক একটি খুদেগল্প লেখ।
ioii. “আলোকিত মানুষ” শিরোনামে একটি খুদেগল্প লেখ।
iv. “সততার পুরস্কার” শিরোনামে একটি খুদেগল্প লেখ।
v.” অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু” শিরোনামে একটি খুদেগল্প লেখ।
vi. “রক্তদানের পূণ্য” শিরোনামে একটি খুদেগল্প লেখ।
vii. “আমার শৈশব স্মৃতি” শিরোনামে একটি বুদেগল্প লেখ।
🔰🔰 আরও দেখুন: একটি Paragraph দিয়ে সকল Paragraph লেখার নিয়ম
🔰🔰 আরও দেখুন: HSC- ২০২৩ রসায়ন সাজেশন (১০০% কমন থাকবে)
আশাকরি বাংলা ২য় পত্র সাজেশন টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YOUTUBE চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের FACEBOOK পেজে।