|

বাংলা ৬ষ্ঠ শ্রেণি ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ প্রশ্ন ও উত্তর

বাংলা ৬ষ্ঠ শ্রেণি ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ: প্রিয় শিক্ষার্থী, পরিবর্তিত যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমের আলোকে রচিত পাঠ্যবইয়ের এ শিখন অভিজ্ঞতাটি ভালোভাবে বুঝে পড়ো। এরপর নিম্নোক্ত পাঠ পর্যালোচনার ওপর প্র্যাকটিস চালিয়ে যাও। এতে পাঠ্যবইয়ের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে, পাশাপাশি শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন প্রকৃতিও পানিত হবে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। বাকা দিয়ে বস্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। যেমন “আনুশা ও ফাইজা বই পড়ে।” এটি একটি বাক্য।

পাঁচটি শব্দ দিয়ে গঠিত এই বাক্যে বস্তার মনের ভাব পুরোপুরি প্রকাশিত হয়েছে। মানুষের মনের সুখ, দুঃখ, আদেশ, নিষেধ, অনুরোধ, ঘৃণা, রাগ, অনুরাগ, প্রশংসা, তিরস্কার ইত্যাদি ভাব প্রকাশের সময় কণ্ঠস্বরের পরিস্থিতি বুঝে নানা রকম হয়ে থাকে। কথা বলার সময় কণ্ঠস্বরের ওঠা-নামা হয়, রাগে কণ্ঠস্বর কাঁপতে থাকে, ভয় পেলে মুখ দিয়ে কথা বের হয় না, পতমত খেলে কথা আটকে যায়। এরকম সব অবস্থাই মনের ভাবের সঙ্গে জড়িত। মুখের কথার মধ্যেই ভাব বা অর্থের পার্থক্য ফুটে ওঠে।

মনের ভাব প্রকাশের জন্য যেসব বাক্য ব্যবহার করা হয় সেগুলো স্বরভঙ্গির ভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন নামে অভিহিত হয়। যেমন:
১. আমি বিদ্যালয়ে যাচ্ছি।
২. তুমি কোথায় যাচ্ছ?
৩. তুমি বিদ্যালয়ে যাও।
৪. দারুণ! আমরা জিতে গেছি।

বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে চারটি ভাগে ভাগ করা যায়। প্রথম বাক্যটি বিবৃতিবাচক, দ্বিতীয়টি প্রশ্নবাচক, তৃতীয়টি অনুজ্ঞাবাচক ও চতুর্থটি আবেগৰাচক বাক্য। যেকোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে। বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয়। কোনো কোনো বাকা দিয়ে প্রশ্ন করা, কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুরোধ এবং কোনো কোনো বাক্য দিয়ে বিস্ময় বা আবেগ বোঝানো হয়। চার ধরনের ভাবের বাক্য ব্যবহার করে শিক্ষার্থীদের অনুচ্ছেদ লেখার চেষ্টা করতে হবে।


বাংলা ৬ষ্ঠ শ্রেণি ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ কুইজ প্রশ্ন

প্রশ্ন ১। যেকোনো বাক্যই কী প্রকাশ করে?
উত্তর: যেকোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে।

প্রশ্ন ২। বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কী দেওয়া হয়?
উত্তর: বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয়।

প্রশ্ন ৩। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য কয়ভাগে বিভক্ত?
উত্তর: বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাকা চার ভাগে বিভক্ত।

প্রশ্ন ৪। আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন’— কী ধরনের বাক্য?
উত্তর: বিবৃতিবাচক বাক্য।

প্রশ্ন ৫। কারও কাছ থেকে কিছু জানার জন্য যে বাক্য বলা হয় তাকে কী বাকা বলে?
উত্তর: কারও কাছ থেকে কিছু জানার জন্য যে বাক্য বলা হয় তাকে প্রশ্নবাচক বাক্য বলে।

প্রশ্ন ৬। আদেশ, নিষেধ, অনুরোধ বোঝানো হয় কোন বাক্যে?
উত্তর: আদেশ, নিষেধ, অনুরোধ বোঝানো হয় অনুজ্ঞাবাচক বাক্যে।

প্রশ্ন ৭। কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে কী বাক্য বলে?
উত্তর: কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে।

প্রশ্ন ৮। ‘দারুণ! তুমি সময়মতো আসতে পেরেছ।’ কী ধরনের বাক্য।
উত্তর: আবেগবাচক বাক্য।


🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ২য় অধ্যায় ১ম পরিচ্ছেদ প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ২য় অধ্যায় ২য় পরিচ্ছেদ প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ২য় পরিচ্ছেদ প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ প্রশ্ন ও উত্তর


আশাকরি “বাংলা ৬ষ্ঠ শ্রেণি ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ প্রশ্ন ও উত্তর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YOUTUBE চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের FACEBOOK পেজে।