বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ৬ষ্ঠ শ্রেণি ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ৬ষ্ঠ শ্রেণি ২য় অধ্যায়: পদার্থের ভর এবং আয়তন আছে। পদার্থকে দেখা যায়, স্পর্শ করা যায়, আবার কখনো কখনো অনুভব করা যায়। শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। এক রূপ হতে অন্য রূপে রূপান্তর হয়।
ভর হলো একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ। লোহা কঠিন পদার্থ। যার ঘনত্ব 7.8 গ্রাম/ঘন সে.মি.। এর অর্থ হলো প্রতি ঘন সেন্টিমিটার লোহার ভর 7.8 গ্রাম (g)। কোনো বস্তুর ঘনত্ব যদি পানি অপেক্ষা কম হয় তবে ঐ বস্তু ভাসবে এবং যদি পানি অপেক্ষা বেশি হয় তাহলে ডুববে। আগুন নেভানো বা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহৃত যন্ত্রই অগ্নিনির্বাপক যন্ত্র। এতে সাধারণত কার্বন ডাইঅক্সাইড থাকে। সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষণই সালোকসংশ্লেষণ। এই পদ্ধতিতে সবুজ উদ্ভিদ তাদের খাদ্য তৈরি করে।
বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ৬ষ্ঠ শ্রেণি ২য় অধ্যায় কুইজ প্রশ্ন
প্রশ্ন ১। মহাবিশ্বের সমস্ত কিছুই হলো-
উত্তর: পদার্থ।
প্রশ্ন ২। কাজ করার সামর্থ্যকে কী বলে?
উত্তর: শক্তি।
প্রশ্ন ৩। আলো, তাপ, শব্দ এগুলো মূলত কী?
উত্তর: শক্তির বিভিন্ন রূপ।
প্রশ্ন ৪। বাতাসের বৈশিষ্ট্য কী?
উত্তর: ভর এবং আয়তন আছে।
প্রশ্ন ৫। বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কী বল?
উত্তর: ভর।
প্রশ্ন ৬। ভরের আন্তর্জাতিক একক কী?
উত্তর: কিলোগ্রাম (kg).
প্রশ্ন ৭। একটি বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তার পরিমাপ কোনটি?
উত্তর: আয়তন।
প্রশ্ন ৮। আয়তনের আন্তর্জাতিক একক কী?
উত্তর: ঘনমিটার (m)।
প্রশ্ন ৯। তরল পদার্থের আয়তন পরিমাপের একক কী?
উত্তর: লিটার (L)।
প্রশ্ন ১০। আয়তন কীসের উপর নির্ভরশীল?
উত্তর: পদার্থের অবস্থার উপর।
প্রশ্ন ১১। ১ লিটার সমান কত ঘন সে. মি.?
উত্তর: ১ হাজার।
প্রশ্ন ১২। ঘনমিটার (m) কীসের একক?
উত্তর: আয়তনের একক।
প্রশ্ন ১৩। ‘একক আয়তনে মোট ভরের পরিমাণ হচ্ছে-
উত্তর: ঘনত্ব (Density).
প্রশ্ন ১৭। বস্তুর ঘনত্ব কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: দুইটি।
প্রশ্ন ১৪। ঘনতু বস্তুর-
উত্তর: ভৌত ধর্ম।
প্রশ্ন ১৫। ঘনত্বের একক কী?
উত্তর: গ্রাম/ঘনসেন্টিমিটার।
প্রশ্ন ১৬। বস্তুর ভরকে আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়?
উত্তর: ঘনত্ব।
প্রশ্ন ১৮। লোহার ঘনত্ব কত?
উত্তর: ৭.৮ গ্রাম/ঘন সে. মি. (g/cm^3)।
প্রশ্ন ১৯। পানির ঘনত্ব কত?
উত্তর: ১ (g/cm^3)।
প্রশ্ন ২০। বায়ুর ঘনত্ব কত?
উত্তর: ০.০০১২৯ (g/cm^3)।
প্রশ্ন ২১। সমুদ্রে সাঁতার কাটা সহজ কেন?
উত্তর: সমুদ্রের পানির ঘনত্ব বেশি বলে।
প্রশ্ন ২২। ডেড সি কোথায় অবস্থিত?
উত্তর: মধ্য প্রাচ্যের জর্ডানে।
প্রশ্ন ২৩। পদার্থের অবস্থা কয়টি?
উত্তর: ৩ টি।
প্রশ্ন ২৪। আকার, আয়তন উভয়ই অপরিবর্তিত থাকে কোন পদার্থের?
উত্তর: কঠিন পদার্থের।
প্রশ্ন ২৫। কঠিন পদার্থের আকৃতি সবসময় একই থাকে কেন?
উত্তর: দৃঢ় হওয়ার কারণে।
প্রশ্ন ২৬। বই, পাথর, ব্যাট কোন পদার্থের উদাহরণ?
উত্তর: কঠিন পদার্থের।
প্রশ্ন ২৭। তরল পদার্থের আয়তন নির্দিষ্ট থাকলেও কী নির্দিষ্ট থাকে না?
উত্তর: আকার।
প্রশ্ন ২৮। তরল পদার্থ কার আকার ধারণ করে?
উত্তর: যে পাত্রে রাখা হয় সে পাত্রের।
প্রশ্ন ২৯। বাতাস কোন ধরনের পদার্থ?
উত্তর: বায়বীয়/গ্যাসীয় পদার্থ।
প্রশ্ন ৩০। আয়তন নির্দিষ্ট নয় কোন পদার্থের?
উত্তর: বায়বীয় পদার্থের।
প্রশ্ন ৩১। বাতিঘর, জাহাজ, নৌকা তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তর: কঠিন পদার্থ।
প্রশ্ন ৩২। মোটর গাড়ির জ্বালানি কোন ধরনের হয়?
উত্তর: তরল।
প্রশ্ন ৩৩। অগ্নিনির্বাপক যন্ত্রে কোন ধরনের পদার্থ ব্যবহৃত হয়?
উত্তর: গ্যাসীয় পদার্থ
প্রশ্ন ৩৪। পদার্থের পরিবর্তন কত প্রকার?
উত্তর: দুই প্রকার।
প্রশ্ন ৩৫। কাচ ভাঙ্গা কোন ধরনের পরিবর্তন?
উত্তর: ভৌত পরিবর্তন।
প্রশ্ন ৩৬। ভাত রান্না করা কোন ধরনের পরিবর্তন?
উত্তর: ভৌত পরিবর্তন।
প্রশ্ন ৩৭। ফল পচে যাওয়া কোন ধরনের পরিবর্তন?
উত্তর: রাসায়নিক পরিবর্তন।
প্রশ্ন ৩৮। লোহায় মরিচা ধরা কোন ধরনের পরিবর্তন?
উত্তর: রাসায়নিক পরিবর্তন।
বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ৬ষ্ঠ শ্রেণি ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন ১। শক্তি কী?
উত্তর: কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হলো শক্তি বলে। শক্তির একক ভুল।
প্রশ্ন ২। ভর কাকে বলে?
উত্তর: একটি বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ভর বলে। ভরের এস. আই একক কিলোগ্রাম।
প্রশ্ন ৩। আয়তন কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে।
প্রশ্ন ৪। লিটার কী?
উত্তর: লিটার হলো তরল পদার্থের আয়তনের আন্তর্জাতিক একক। এক লিটার আসলে ১ হাজার ঘন সে. মি. আয়তনের সমান।
প্রশ্ন ৫ ঘনত্ব কাকে বলে?
উত্তর: একক আয়তনের মধ্যে যতটুকু ভর আছে তাকে ঘনত্ব বলে। ঘনত্ব বস্তুর ভৌত ধর্ম যা রো (p) দিয়ে প্রকাশ করা হয়।
প্রশ্ন ৬। অণু কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে পরমাণু গঠনকারী যে কণা তৈরি করে তাকে অণু বলে।
প্রশ্ন ৭। কঠিন পদার্থের আকৃতি সবসময় একই থাকে কেন?
উত্তর: কঠিন পদার্থসমূহ দৃঢ় হওয়ায় এদের আকৃতি সবসময় একই থাকে।
প্রশ্ন ৮। বায়ু কী?
উত্তর: বায়ু বা বাতাস এক ধরনের পদার্থ যার ভর এবং আয়তন আছে কিন্তু আকার নেই। বায়ুর ঘনত্ব 0.00129 g/cm^3
প্রশ্ন ৯। ওজন কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর ওপর অভিকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বলে। ওজনকে সাধারণত W দিয়ে প্রকাশ করা হয়।
প্রশ্ন ১০। ভৌত পরিবর্তন কাকে বলে?
উত্তর: যে পরিবর্তনে পদার্থ মৌলিকভাবে পরিবর্তিত হয় না তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন- বরফ গলানো, কাচ ভাঙা ভৌত পরিবর্তন।
বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ৬ষ্ঠ শ্রেণি ২য় অধ্যায় চিন্তা করে উত্তর দাও
প্রশ্ন ১। পদার্থের ধর্ম ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত আছে শুধু সেই জিনিসগুলোকেই আমরা বস্তু বা পদার্থ বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে মহাবিশ্বের যা কিছু আছে সমস্তই পদার্থ। কখনো পদার্থগুলোকে দেখতে পাওয়া যায় আবার কখনো দেখা যায় না। কখনো স্পর্শ করা যায় কখনো যায় না। পদার্থের আকার, আয়তন, ভর থাকে।
প্রশ্ন ২। পদার্থের বৈশিষ্ট্য কী কী? উদাহরণ দিয়ে বুঝাও।
উত্তর: পদার্থের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেমন- ১. পদার্থ জায়গা দখল করে। ২. পদার্থ বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। ৩. পদার্থের নির্দিষ্ট ওজন আছে। ৪. তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। ৫. পদার্থ একাধিক অবস্থায় থাকতে পারে। উদাহরণ: পানি একটি পদার্থ। কারণ পানির ওজন আছে, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় এবং অধিক পরিমাণে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। আবার তাপ অপসারণ করে পানিকে কঠিন বরফে পরিণত করা যায়।
প্রশ্ন ৩। শক্তির ধারণা ব্যাখ্যা কর।
উত্তর: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। পৃথিবীর মোট শক্তির পরিমাণ ধ্রুব। শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, কেবল রূপান্তর রয়েছে। এটিই শক্তির নিত্যতার সূত্র। শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন- আলো, তাপ, শব্দ।
প্রশ্ন ৪। লোহার ঘনত্ব ৭.৮ g/cm^3 বলতে কী বুঝায়?
উত্তর: লোহার ঘনত্ব ৭.৮ g/cm^3 বলতে বুঝায় প্রতি ঘন সেন্টিমিটার লোহার টুকরার ভর ৭.৮ গ্রাম।
প্রশ্ন ৫। হালকা অ্যালুমিনিয়ামের কয়েন পানিতে ডুবে গেলেও ভারি কাঠের গুঁড়ি পানিতে ভাসে কেন?
উত্তর: একটি বস্তুর ভাসা এবং ডোবা সেই বস্তুর ভরের উপর নির্ভর করে না, তার ঘনত্বের উপর নির্ভর করে। অ্যালুমিনিয়ামের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি যার কারণে সেটি পানিতে ডুবে যায় পক্ষান্তরে কাঠের গুঁড়ির ঘনত্ব পানির চেয়ে কম তাই সেটি ভাসে।
প্রশ্ন ৬। উদ্ভিদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণত সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুমন্ডলের কার্বন ডাই অক্সাইড এবং মূল দ্বারা শোষিত পানিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এক্ষেত্রে উদ্ভিদ বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে, যা আমরা গ্রহণ করি। এ বিক্রিয়া বিক্রিয়ক এবং উৎপাদের ধর্ম সম্পূর্ণ ভিন্ন। তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন।
প্রশ্ন ৭। একটি দাড়িপাল্লার ডানপাশে ২.৫ কেজি ভরের একটি বস্তু এবং বামপাশে ২৯০০ গ্রামের টমেটো রাখা হলো। তাহলে দাড়িপাল্লার কোনপাশ ভূমি থেকে বেশি উচ্চতায় থাকবে? প্রতিটি টমেটোর ভর ১০০ গ্রাম হলে, দুইপাশ একই উচ্চতায় রাখতে কতটি টমেটো নামাতে বা উঠাতে হবে?
উত্তর: যে পাশে বস্তুর ভর বেশি সে পাশ অপরপাশ থেকে নিচে থাকবে।
এখানে দাড়িপাল্লার ডানপাশের বস্তুর ভর = ২.৫ কেজি = ২৫০০ গ্রাম এবং বামপাশে টমেটোর ভর ২৯০০ গ্রাম। সুতরাং ডানপাশে কম ভর থাকায় ডানপাশ ভূমি থেকে বেশি উচ্চতায় থাকবে।
দুইপাশ একই উচ্চতায় রাখতে হলে দুইপাশের ভর সমান হতে হবে। এখানে বামপাশে ভর (২৯০০ – ২৫০০) = ৪০০ গ্রাম বেশি। সুতরাং বামপাশ থেকে ৪০০ গ্রাম ভর কমাতে হবে। প্রতিটি টমেটোর ভর ১০০ গ্রাম হওয়ায়, ৪০০ গ্রামের জন্য (৪০০/১০০) বা ৪টি টমেটো দাড়িপাল্লা থেকে নামাতে হবে।
বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ৬ষ্ঠ শ্রেণি ২য় অধ্যায় কাঠামোবদ্ধ প্রশ্ন
প্রশ্ন ১। পদার্থ কাকে বলে? পদার্থের অবস্থা ব্যাখ্যা কর।
উত্তর: যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকেই পদার্থ বলে। মহাবিশ্বে যা কিছু রয়েছে সবই পদার্থ। যেমন- কলম, পানি, গ্যাস ইত্যাদি।
সহজভাবে আমরা বলতে পারি পদার্থের অবস্থা তিনটি কঠিন, তরল, বায়বীয়। কঠিন পদার্থের ভর, আকার, আয়তন নির্দিষ্ট। এর আকারের পরিবর্তন করতে এর উপর নানা কাজ করতে হয়। অন্যদিকে তরলের আয়তন নির্দিষ্ট হলেও আকার নির্দিষ্ট নয়। যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আর বায়বীয় পদার্থের আকার, আয়তন কোনোটিই নির্দিষ্ট নয়। যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার এবং আয়তন ধারণ করে।
প্রশ্ন ২। এল. পি. গ্যাস কী? কঠিন, তরল ও বায়বীয় পদার্থের দুটি করে ব্যবহার লেখ।
উত্তর: এল. পি. গ্যাস হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। মূলত এটি বিউটেন এবং প্রোপেনের সমন্বয়। কঠিন, তরল ও বায়বীয় পদার্থের দুটি করে ব্যবহার নিচে দেওয়া হলো-
কঠিন:
(i) ঘরবাড়ি তৈরিতে ব্যবহৃত হয়।
(ii) যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়।
তরল:
(i) প্রত্যহ জীবনে নিত্য প্রয়োজনে পানি, তেল ব্যবহৃত হয়।
(ii) মোটর গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়।
বায়বীয়:
(i) অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়।
(ii) বেলুন ফুলাতে ব্যবহৃত হয়।
প্রশ্ন ৩। ভরের আন্তর্জাতিক একক কী? কঠিন পদার্থের আকৃতি সবসময় একই থাকে কেন? সমপরিমাণ গ্যাস অপেক্ষা সোনার ঘনত্ব বেশি কেন?
উত্তর: ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম (kg). কঠিন পদার্থসমূহ দৃঢ় হওয়ায় এদের আকৃতি সবসময় একই থাকে।
সমপরিমাণ গ্যাস অপেক্ষা সোনার ঘনত্ব বেশি কারণ- সোনার পরমাণুর ভর অনেক এবং এরা ঘনভাবে সন্নিবেশিত। অন্যদিকে গ্যাসের অণুগুলো ঘন সন্নিবেশিত নয়, চারদিকে ছড়িয়ে যায়, ফলে সোনা অপেক্ষা গ্যাসের আয়তন বেশি হয়ে থাকে এবং ঘনত্ব আয়তন বৃদ্ধির সাথে হ্রাস পেতে থাকে।
🔆🔆 আরও দেখুন: বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
আশাকরি “বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ৬ষ্ঠ শ্রেণি ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YOUTUBE চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের FACEBOOK পেজে।