|

৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর: আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যার অনেক কিছুই উপযুক্ত তথ্যের মাধ্যমে সমাধান করতে পারি। ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত সব কাজের ক্ষেত্রেই তথ্যের প্রয়োজন হয়। এ সকল তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে নেওয়া যায়।

উৎসগুলো হতে পারে মানবীয় উৎস বা জড় উৎস। এছাড়াও ইন্টারনেটে সার্চ ইঞ্জিনের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্যগুলো খোঁজা যায়। সমস্যা দেখে ভয় না পেয়ে সমস্যা সমাধানের জন্য তথ্য যাচাই বাছাই করে নিতে হয়। তথ্য যাচাই এর ক্ষেত্রে কোনো মানবীয় উৎস থেকে তথ্য নিলে তার গোপনীয়তার ব্যপারে লক্ষ্য রাখতে হবে। তথ্য যাচাই এর পর দেয়ালিকা, পোস্টার, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করা যাবে।


৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। আমরা প্রতিদিন কীসের সম্মুখীন হই?
উত্তর: সমস্যার।

প্রশ্ন ২। কীসের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়?
উত্তর: উপযুক্ত তথ্যের মাধ্যমে।

প্রশ্ন ৩। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে কীসের প্রয়োজন হয়?
উত্তর: তথ্যের।

প্রশ্ন ৪। “তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কী কী নেবে” এর জন্য কী তথ্যের প্রয়োজন হবে?
উত্তর: কাল কী কী সেশন হবে।

প্রশ্ন ৫। “তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কী কী নেবে” এর জন্য তথ্যের উৎস কী হবে?
উত্তর: ক্লাস/সেশন রুটিন।

প্রশ্ন ৬। তথ্যের উৎসকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর: ২ ভাগে।

প্রশ্ন ৭। যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে এটি কী ধরনের উৎস?
উত্তর: মানবীয় উৎস।

প্রশ্ন ৮। যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে এটি কী ধরনের উৎস?
উত্তর: জড় উৎস।

প্রশ্ন ৯। যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান রয়েছে তাকে কী বলে?
উত্তর: বিশেষজ্ঞ।

প্রশ্ন ১০। স্বাস্থ্য বিষয় নিয়ে তথ্যের প্রয়োজন হলে কার পরামর্শ নিতে হবে?
উত্তর: চিকিৎসক।

প্রশ্ন ১১। কৃষি বিষয়ে তথ্যের প্রয়োজন হলে কার পরামর্শ নিতে হবে?
উত্তর: কৃষি বিশেষজ্ঞ।

প্রশ্ন ১২। যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে তাকে কী বলে?
উত্তর: অভিজ্ঞ ব্যক্তি।

প্রশ্ন ১৩। কোনো ঘটনা যে নিজে দেখেছে তাকে কী বলে?
উত্তর: প্রত্যক্ষদশী।

প্রশ্ন ১৪। যে বিষয়ের তথ্য প্রয়োজন সে বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যক্তিকে কী বলে?
উত্তর: ভুক্তভোগী।

প্রশ্ন ১৫। কম্পিউটার কী ধরনের উৎস?
উত্তর: জড় উৎস।

প্রশ্ন ১৬। ইন্টারনেট বা ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া কী ধরনের উৎস?
উত্তর: জড় উৎস।

প্রশ্ন ১৭। মিতু তার মাকে জিজ্ঞেস করল, মা বাজারে কী আম পাওয়া যায়? মা কী ধরনের উৎস?
উত্তর: মানবীয় উৎস।

প্রশ্ন ১৮। ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: সার্চ ইঞ্জিন।

প্রশ্ন ১৯। সবচেয়ে পরিচিত সার্চ ইঞ্জিন কোনটি?
উত্তর: Google

প্রশ্ন ২০। তথ্যের পাশাপাশি অনেক সময় কিসের ওয়েবসাইটও চলে আসে?
উত্তর: বিজ্ঞাপনের ওয়েবসাইট।

প্রশ্ন ২১। বাংলাদেশের কোনো তথ্য হলে কোন ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া উচিত?
উত্তর: তথ্য বাতায়ন।

প্রশ্ন ২৩। কী জানা থাকলে শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যা সমাধান করা সম্ভব?
উত্তর: সঠিক নিয়ম এবং পদ্ধতি।


৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১। ডিজিটাল প্রযুক্তি কী?
উত্তর: ডিজিটাল প্রযুক্তি হলো সংখ্যাভিত্তিক কোনো কৌশল, দক্ষতা এবং প্রক্রিয়ার সমষ্টি যা পণ্য বা পরিসেবার উৎপাদনে বা বৈজ্ঞানিক তদন্তের মতো উদ্দেশ্য পূরণে ব্যবহৃত হয় ।

প্রশ্ন ২। তথ্য কী?
উত্তর: তথ্য হলো কোনো নির্দিষ্ট বার্তা যা অর্থ বহন করে।

প্রশ্ন ৩। মানবীয় উৎস কী?
উত্তর: মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে।

প্রশ্ন ৪। জড় উৎস কী?
উত্তর: জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে।

প্রশ্ন ৫। প্রাথমিক উৎস কী?
উত্তর: প্রাথমিক উৎস হলো তথ্যের মূল উৎস, যা কোনো ঘটনা ঘটার সময়ে সৃষ্ট হয়েছিল বা যা ঐ ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ বর্ণনা করলে সেটিও প্রাথমিক উৎস।

প্রশ্ন ৬। মাধ্যমিক উৎস কী?
উত্তর: মাধ্যমিক উৎস হলো এমন একটি উৎস, যা অন্য কোথাও প্রকাশিত মৌলিক তথ্যের বর্ণনা প্রদান করে বা সেটি নিয়ে আলোচনা করে।

প্রশ্ন ৭। বিশেষজ্ঞ কাকে বলে?
উত্তর: যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান রয়েছে তাকে বিশেষজ্ঞ বলে।

প্রশ্ন ৮। অভিজ্ঞ ব্যক্তি কাকে বলে?
উত্তর: যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে তাকে অভিজ্ঞ ব্যক্তি বলে।

প্রশ্ন ৯। প্রত্যক্ষদর্শী কাকে বলে?
উত্তর: কোনো ঘটনা যে নিজে দেখেছে তাকে প্রত্যক্ষদর্শী বলে।

প্রশ্ন ১০। ভুক্তভোগী কাকে বলে?
উত্তর: যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কাউকে ভুক্তভোগী বলে।

প্রশ্ন ১১। সার্চ ইঞ্জিন কী?
উত্তর: সার্চ ইঞ্জিন হলো এক ধরনের মাধ্যম যার সাহায্যে ইন্টারনেটে থাকা সব তথ্য থেকে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো পেতে পারি।

প্রশ্ন ১২। Key Word কী?
উত্তর: আমরা ইন্টারনেটে কোনো কিছু খুঁজে বের করার জন্য সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি তাই হলো Key word।

প্রশ্ন ১৩। Wikipedia কী?
উত্তর: Wikipedia হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেটভিত্তিক বহুভাষী একটি উন্মুক্ত বিশ্বকোষ।


🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ২য় অধ্যায় ১ম পরিচ্ছেদ প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ২য় অধ্যায় ২য় পরিচ্ছেদ প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ প্রশ্ন ও উত্তর


চিন্তা করে উত্তর দাও

প্রশ্ন ১। দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যের প্রয়োজন হয়। ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে সব সময়ই তথ্যের প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের ছোট-বড় সিদ্ধান্ত নিতে হয়, যা আমরা খুব একটা লক্ষ্য করি না। এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্যও তথ্যের প্রয়োজন হয়। তাই দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা অনেক বেশি।

প্রশ্ন ২। কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলে কীভাবে খেলার ধরণ নির্ধারণ করা যায়? এক্ষেত্রে কী ধরনের তথ্যের প্রয়োজন হবে ব্যাখ্যা করো।
উত্তর: কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলে আবহাওয়া ভালো থাকলে মাঠে গিয়ে খেলা যাবে, বৃষ্টি হলে বাসায় বসে খেলা যাবে। সেক্ষেত্রে কতজন আছি তার উপর নির্ভর করে খেলা নির্ধারণ করা যাবে। খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয়, সেগুলো আছে কিনা, তার উপর নির্ভর করবে কী খেলা যাবে। এক্ষেত্রে তথ্যের প্রয়োজন হবে আবহাওয়ার তথ্য এবং কী কী খেলার সামগ্রী আছে।

প্রশ্ন ৩। বিশেষজ্ঞ বলতে কী বুঝায়? উদাহরণ দাও। 
উত্তর: যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান রয়েছে তাকে বিশেষজ্ঞ বলে। যেমন- যদি স্বাস্থ্য বিষয় নিয়ে তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট বিষয়ের চিকিৎসক, কৃষি বিষয়ে তথ্যের প্রয়োজন হলে উপজেলা কৃষি বিশেষজ্ঞ।

প্রশ্ন ৪। অভিজ্ঞ ব্যক্তি বলতে কী বুঝায়? উদাহরণ দাও।
উত্তর: যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে তাকে অভিজ্ঞ ব্যক্তি বলা হয়। যেমন- কৃষি বিষয় হলে কৃষক, কোনো নির্দিষ্ট রোগের ওপর হলে ওই রোগে আক্রান্ত রোগী।

প্রশ্ন ৫। প্রত্যক্ষদর্শী কী? উদাহরণসহ বুঝিয়ে লিখ।
উত্তর: কোনো ঘটনা যে নিজে দেখেছে তাকে প্রত্যক্ষদর্শী বলে। যেমন- মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে উৎস হতে পারে একজন মুক্তিযোদ্ধা।

প্রশ্ন ৬। ভুক্তভোগী কী? উদহারণসহ বুঝিয়ে লিখ।
উত্তর: যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কাউকে বলে ভুক্তভোগী। যেমন— বিষয়টি যদি হয় এসিড নিক্ষেপের শিকার, তাহলে তথ্যের উৎস হতে পারে এসিড নিক্ষেপের শিকার হয়েছে এমন কেউ বা তার অভিভাবক।

প্রশ্ন ৭। কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধা উল্লেখ কর।
উত্তর: ইন্টারনেট হলো লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক। ইন্টারনেটে নিজে নিজে তথ্য খুঁজতে গেলে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাব। এ কারণে যখন আমাদের কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নেই। সার্চ ইঞ্জিন আমাদের কাঙ্খিত তথ্য বহনকারী ওয়েবসাইটগুলোর তালিকা আমাদের সামনে উপস্থাপন করে। ফলে কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই খুঁজে পাওয়া যায়।

প্রশ্ন ৮। সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজার পদ্ধতিটি লিখ।
উত্তর: সার্চ ইঞ্জিন ব্যবহার করা খুবই সহজ। প্রথমেই যে কোনো ব্রাউজার ওপেন করে সেটার অ্যাড্রেসবারে যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা হবে তার ঠিকানাটি লিখতে হয়। এরপর Enter চাপ দিলে সার্চ ইঞ্জিনটি চলে আসে। সব সার্চ ইঞ্জিনে তথ্য খোঁজ করার জন্য একটি জায়গা থাকে। সেখানে কাঙ্খিত বিষয়বস্তুর নাম লিখতে হবে। তারপর Enter চাপ দিলে যে ওয়েবসাইটে সেই কাঙ্খিত বিষয়টি থাকতে পারে তার একটি বিশাল তালিকা চলে আসবে। এরপর ঐ তালিকার ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারব।


আশাকরি “৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YOUTUBE চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের FACEBOOK পেজে।