|

ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ৭ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ৭ম অধ্যায়: জরুরি সেবা বলতে কেন্দ্রের সাথে সরাসরি যোগাযোগ এবং তথ্য প্রেরণ করা বুঝায়। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বা ডিজিটাল মাধ্যম ছাড়াও জরুরি সেবা পাওয়া যায়। এ জরুরি সেবা আমরা সরকারি সংস্থা থেকে পেতে পারি।

জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানো, দুর্ঘটনা বা অপরাধ প্রতিরোধ করা, অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটলে অগ্নিনির্বাপণের ব্যবস্থা করা প্রভৃতি জরুরি সেবা প্রদান একটি অনিবার্য বাস্তবতা। সাম্প্রতিক সময়ে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য সেবা ইত্যাদি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ। বিদ্যালয়ের জরুরি সেবা তথ্যকেন্দ্র তৈরি এবং স্থাপনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সংকটাপন্ন মানুষকে সাহায্য করতে পারি।


ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ৭ম অধ্যায় কুইজ প্রশ্ন

প্রশ্ন ১। আমরা জরুরি সেবা কোথা থেকে পেতে পারি?
উত্তর: ব্যক্তি বা সংস্থা থেকে।

প্রশ্ন ২। জরুরি সেবা কীভাবে নিতে পারি?
উত্তর: কিছু বিষয় বিবেচনা করে ধাপে ধাপে সম্পন্ন করে।

প্রশ্ন ৩। আমাদের বিদ্যালয়ে কীভাবে জরুরি সেবার তথ্যকেন্দ্র সাজাব?
উত্তর: বিভিন্ন কাজের মাধ্যমে।

প্রশ্ন ৪। ডিজিটাল মাধ্যম ছাড়াও কীভাবে জরুরি সেবা পাওয়া যায়?
উত্তর: শিক্ষক, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তির সহায়তা নিয়ে।

প্রশ্ন ৫। কোনো এলাকার কোনো বিপদে সবচেয়ে আগে সাধারণত কে আগে এগিয়ে আসেন?
উত্তর: এলাকার স্বেচ্ছাসেবক।

প্রশ্ন ৬। বিদ্যালয়ের কোনো দুর্ঘটনায় কীসের মাধ্যমে প্রাথমিক সেবা, পাওয়া যায়?
উত্তর: ফার্স্ট এইড বক্সের মাধ্যমে।

প্রশ্ন ৭। বিদ্যালয়ের কোনো বিপদে জরুরি সেবা পাওয়া যায় কাদের কাছ থেকে?
উত্তর: বিদ্যালয়ের স্কাউট, গার্লস গাইড সদস্যদের কাছ থেকে।

প্রশ্ন ৮। যখনই কোনো দুর্ঘটনা ঘটে সাথে সাথে আমরা কীভাবে সহায়তা পেতে পারি?
উত্তর: সরকারের কোনো সংস্থা থেকে।

প্রশ্ন ৯। অগ্নি নির্বাপন সেবা, টেলিমেডিসিন, অ্যাম্বুলেন্স সেবা, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি কী ধরনের সেবা?
উত্তর: জরুরি সেবা।

প্রশ্ন ১০। ফায়ার সার্ভিস কোন এলাকাভিত্তিক জরুরি সেবা?
উত্তর: শহরভিত্তিক জরুরি সেবা।

প্রশ্ন ১১। কৃষি কল সেন্টার কোন এলাকাভিত্তিক জরুরি সেবা?
উত্তর: গ্রামভিত্তিক জরুরি সেবা।

প্রশ্ন ১২। আমরা সাধারণত কোন মাধ্যম ব্যবহার করে খুব সহজেই জরুরি সেবা পেতে পারি?
উত্তর: ডিজিটাল মাধ্যম ব্যবহার করে।

প্রশ্ন ১৩। ‘জাতীয় জরুরি কল সেন্টার’ এর নম্বর কোনটি?
উত্তর: ১৯৯।

প্রশ্ন ১৪। জরুরি সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ এর নম্বর কোনটি?
উত্তর: ১৬২৬৩।

প্রশ্ন ১৫। জরুরি সেবা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল’ এর নম্বর কোনটি?
উত্তর: ১০৯ বা ১০৯২১। প্রশ্ন

১৬। সুবিধাবঞ্চিত নির্যাতিত ও বিপদাপন্ন শিশুদের জরুরি সেবার নম্বর কোনটি?
উত্তর: ১০৯৮।

প্রশ্ন ১৭। ‘দুর্নীতি দমন কমিশন’ এর হেল্পলাইন এর ডায়াল নম্বর কোনটি?
উত্তর: ১০৬।

প্রশ্ন ১৮। জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার ডায়াল নম্বর কোনটি?
উত্তর: ১০৫।

 প্রশ্ন ১৯। নারী নির্যাতন বা বাল্যবিবাহ হতে দেখলেই কোন নম্বরে কল করতে পারি?
উত্তর: ১০৯।

প্রশ্ন ২০। কৃষি বিষয়ক যেকোনো পরামর্শ পেতে কোন নম্বরে ডায়াল করব?
উত্তর: ১৬১২৩।

প্রশ্ন ২১। বিদ্যালয়ে সব জরুরি নম্বর ও সেবার ধরন কীভাবে রাখা উচিত?
উত্তর: পোস্টারে লিখে রাখা উচিত।

প্রশ্ন ২২। খেলাচ্ছলে বন্ধুদের মধ্যে জরুরি সেবায় যোগাযোগ নম্বরগুলো কীভাবে আত্মস্থ করতে পারি?
উত্তর: মুখস্থ করার প্রতিযোগিতার মাধ্যমে।

প্রশ্ন ২৩। জরুরি সেবার নির্দিষ্ট সেবার জন্য নির্দিষ্ট প্রতিনিধির নিকট যোগাযোগ করতে কত নম্বরে চাপ দিতে বলা হয়?
উত্তর: ০ বা ১ বা ২ ইত্যাদি নম্বরে।

প্রশ্ন ২৪। দুটি জরুরি সেবার জন্য চারটি করে মোট কতটি পোস্টার বানাব?
উত্তর: ৮টি।

প্রশ্ন ২৫। তথ্যকেন্দ্রের প্রস্তুতকৃত পোস্টারটি কীরূপ হওয়া আবশ্যক?
উত্তর: তথ্যসমৃদ্ধ ও আকর্ষণীয়।

প্রশ্ন ২৬। বিদ্যালয়ে জরুরি সেবা তথ্যকেন্দ্র স্থাপনের জন্য সর্বপ্রথম প্রয়োজন কী?
উত্তর: নির্দিষ্ট স্থান নির্বাচন।

প্রশ্ন ২৭। আবহাওয়া ও দুর্যোগ সম্পর্কে আগাম বার্তা পেতে কল করতে পারি কোন নম্বরে?
উত্তর: ১০৯০।


ভিডিও ক্লাস


ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১। জরুরি সেবা কী?
উত্তর: জীবনে চলার পথে প্রয়োজনীয় জরুরি সহায়তা বা তথ্যসমূহ যা আমরা বিভিন্ন ব্যক্তি বা সংস্থা পেয়ে থাকি তাকে জরুরি সেবা বলা হয়।

প্রশ্ন ২। জরুর সেবার মাধ্যম কী কী?
উত্তর: শিক্ষক, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তির সহায়তা এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জরুরি সেবা পাওয়া যায়।

প্রশ্ন ৩। বিদ্যালয়ে কাদের মাধ্যমে জরুরি সেবা পাওয়া যায়?
উত্তর: বিদ্যালয়ের স্কাউট, গার্লস গাইড সদস্যদের কাছ থেকে জরুরি সেবা পাওয়া যায়।

প্রশ্ন ৪। প্রাথমিক সেবা কাকে বলে?
উত্তর: হঠাৎ কেউ কোনো আঘাত পেলে বা অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে সেবা বা শুশ্রূষা পাওয়ার জন্য ফার্স্ট এইড বক্স এর মাধ্যমে যে সেবা দেওয়া হয় তাকে প্রাথমিক সেবা বলা হয়।

প্রশ্ন ৫। জরুরি সেবার ৫টি নাম লিখ।
উত্তর: জরুরি সেবার ৫টি নাম হলো-
১. অগ্নিনির্বাপন সেবা
২. অ্যাম্বুলেন্স সেবা
৩. টেলিমেডিসিন বা স্বাস্থ্য বাতায়ন সেবা
৪. জাতীয় জরুরি সেবা
৫. কৃষি বাতায়ন সেবা।

প্রশ্ন ৬। শহরভিত্তিক ২টি জরুরি সেবার নম লিখ।
উত্তর: শহরভিত্তিক ২টি সেবার নাম হলো-
১. অগ্নি নির্বাপন সেবা
২. অ্যাম্বুলেন্স সেবা

প্রশ্ন ৭। গ্রামভিত্তিক ২টি জরুরি সেবার নাম লিখ।
উত্তর: গ্রামভিত্তিক ২টি সেবার নাম হলো-
১. টেলিমেডিসিন সেবা
২. কৃষি বাতায়ন সেবা।

প্রশ্ন ৮। পাঁচটি জরুরি অবস্থার নাম লিখ।
উত্তর: পাঁচটি জরুরি অবস্থার নাম হলো-
১. ঘরে আগুন লেগেছে
২. ভুল ওষুধ খেয়ে ফেলা
৩. হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
৪. বুকে ব্যথা হওয়া
৫. কোনো অপরাধ ঘটতে দেখা।

প্রশ্ন ৯। বিদ্যালয়ে জরুরি নম্বর ও সেবার ধরন কীভাবে সংরক্ষণ করা উচিত?
উত্তর: সব জরুরি নম্বর ও তার সেবার ধরনগুলো পোস্টারে লিখে পোস্টারগুলো বিদ্যালয়ের বিভিন্ন স্থানে রাখি, যেন সবাই দেখতে পায়।

প্রশ্ন ১০। জরুরি সেবার নম্বরগুলো বিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে মনে রাখতে পারে?
উত্তর: বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাচ্ছলে বন্ধুদের মধ্যে জরুরি সেবার যোগাযোগ নম্বরসমূহ মুখস্থ করার প্রতিযোগিতা করলে নম্বরগুলো আত্মস্থ হবে, যা জরুরি সময়ে সেই চর্চা কাজে লাগতে পারে।

প্রশ্ন ১১। বিদ্যালয়ে জরুরি সেবা তথ্যকেন্দ্রটি কে কে উদ্বোধন করেন?
উত্তর: বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাধারণত জরুরি সেবা তথ্যকেন্দ্রটি উদ্বোধন করেন।

প্রশ্ন ১২। বিদ্যালয়ের জরুরি সেবা তথ্যকেন্দ্র উদ্বোধনের সময় শিক্ষার্থীদের কী কী নিয়ম মেনে চলতে হয়?
উত্তর: জরুরি সেবা তথ্যকেন্দ্র উদ্বোধনের সময় শিক্ষার্থীদের-
১. সকলকে খুবই সুশৃঙ্খল থাকতে হবে।
২. উচ্চস্বরে আওয়াজ করা যাবেনা, যাতে অন্যান্য শ্রেণির পাঠদানে ব্যাঘাত ঘটে।


ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ৭ম অধ্যায় চিন্তা করে উত্তর দাও প্রশ্ন

প্রশ্ন ১। জরুরি সেবা বলতে কী বুঝ?
উত্তর: আমাদের সবারই চলার পথে কখনও কখনও জরুরি সহায়তা বা তথ্য জানার প্রয়োজন হয়। এই প্রয়োজনীয় জরুরি সহায়তা বা তথ্যসমূহ আমরা বিভিন্ন ব্যক্তি বা সংস্থা থেকে পেতে পারি। এ ধরনের সেবাই হচ্ছে মূলত জরুরি সেবা। জরুরি সেবা নেওয়ার জন্য কিছু নিয়ম বিবেচনা করে ধাপে ধাপে সম্পন্ন করে সেবা নিতে হয়।

প্রশ্ন ২। তোমাদের বিদ্যালয়ে জরুরি সেবা তথ্য কেন্দ্র বানানো কেন প্রয়োজন বলে তুমি মনে কর?
উত্তর: আমাদের জীবনে অনেক সময় এমন কিছু বিপদ আসে যার জন্য দ্রুত পদক্ষেপ না নিলে ভীষণ ক্ষতি হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমাদেরকে সরকারের সংশ্লিষ্ট সংস্থা হতে সহায়তা প্রদান করা হয়। আর এই সেবা কীভাবে পাওয়া যায় সেসব তথ্যসমৃদ্ধ উপকরণ তৈরি করে বিদ্যালয়ের নির্দিষ্ট স্থানে রেখে জরুরি তথ্যকেন্দ্র বানাতে পারি । এর ফলে শিখানো অভিজ্ঞতা আমাদের বাস্তব জীবনে হুবহু কাজে লাগবে। শুধু তাই নয়, বিষয়টা যদি ঠিকমতো শিখতে পারি তাহলে নিজেদের চেয়ে বয়সে বড় মানুষদেরও বিপদে-আপদে সাহায্য করে সেবা দিতে পারি।

প্রশ্ন ৩। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কীভাবে আমরা জরুরি সেবা পেতে পারি?
উত্তর: জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো, দুর্ঘটনা বা অপরাধের শিকার ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা, অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটলে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করে আক্রান্ত মানুষকে দ্রুততম হাসপাতালে পাঠানোসহ জরুরি সেবা দেওয়া অনিবার্য বাস্তবতা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসেবা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ এবং একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। তুলনামূলক কম সংখ্যার নম্বর, যা সহজে স্মরণ করা যায় (যেমন- ৯৯৯, ১০০, ১০৯) যার মাধ্যমে খুব সহজেই পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সেবা নিতে পারি।

প্রশ্ন ৪। পাঁচটি জরুরি সেবার ফোন নম্বর লিখ।
উত্তর: পাঁচটি জরুরি সেবার জরুরি নম্বর নিম্নরূপ: জরুরি সেবা
১. জাতীয় জরুরি সেবা – ৯৯৯
২. স্বাস্থ্য বাতায়ন – ১৬২৬৩
৩. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল – ১০৯ বা ১০৯২১
৪. সরকারি আইন সেবা – ১৬৪৩০
৫. ব্যাংকিং সেবা – ১৬২৩৬

প্রশ্ন ৫। জরুরি সেবা তথ্যকেন্দ্র তৈরিতে কীভাবে তোমরা পোস্টার প্রস্তুত করবে?
উত্তর: জরুরি সেবা তথ্যকেন্দ্র তৈরির জন্য মজার মজার কিছু পোস্টার বানাতে হয়। এজন্য প্রথমেই আমাদের উপকরণ তৈরি করতে হবে। এজন্য শিক্ষক আমাদের ২টি জরুরি সেবা নির্দিষ্ট করে দিবেন। এই দুইটি জরুরি সেবা কীভাবে পাওয়া যাবে তার জন্য পোস্টার তৈরি করতে হবে। এক্ষেত্রে ইতিমধ্যে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগাব। যেমন- পূর্বের সেশনগুলোতে চিহ্নিত জবুরি সেবা প্রাপ্ত সেবার নম্বর ও যোগাযোগের উপায় ইত্যাদি ব্যবহার করে পোস্টার লিখব। পোস্টার লেখার জন্য খালি পৃষ্ঠা ব্যবহার করে ৪টি পৃষ্ঠা মিলিয়ে একটি পোস্টার তৈরি করব। এরপর কোন দল কোন জরুরি সেবার কী তথ্য নিয়ে পোস্টার বানাবো তা শিক্ষকের পরামর্শে নির্দেশনা অনুসারে করব।

প্রশ্ন ৬। পোস্টারে কী কী তথ্যসমূহ অবশ্যই থাকতে হবে?
উত্তর: পোস্টারে যে যে তথ্যসমূহ অবশ্যই থাকতে হবে সেগুলো হলো-
১. জরুরি সেবার নাম
২. জরুরি সেবার নম্বর
৩. জরুরি সেবা প্রাপ্তির উপায় (ধাপ অনুসারে)
৪. জরুরি সেবা পেতে কী কী বিষয় মনে রাখা জরুরি
৫. বুকলেট/তথ্যবই।


🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ৫ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন ও উত্তর


আশাকরি “ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ৭ম অধ্যায় প্রশ্ন ও উত্তর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখতে পারেন আমাদের YOUTUBE চ্যানেল এবং আমাদের কোন আপডেট মিস না করতে চাইলে কানেক্ট থাকতে পারেন আমাদের FACEBOOK পেজে।